‘মাথায় ছিল যে ধোনিরা নামবে’, ম্যাচের সেরা হয়ে স্ট্র্যাটেজি ফাঁস রুতুরাজের
শুভব্রত মুখার্জি: শনিবাসরীয় দুপুরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। প্লে অফে জেতে গেলে এই ম্যাচে জিততেই হত চেন্নাই সুপার কিংসকে। এই ম্যাচ জিতে প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলেছে ধোনি বাহিনী। তাদের এই জয়ে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাদের দুই ওপেনার রুতুরাজ গায়রকোয়াড় এবং ডেভন কনওয়ে। প্রসঙ্গত এদিন সিএসকের হয়ে তাঁর ৫০তম ম্যাচ খেলেন রুতুরাজ গায়রকোয়াড়। সেই ম্যাচেই ম্যাচ সেরাও হয়েছেন তিনি। ম্যাচ শেষে রুতুরাজ জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজির হয়ে এটা আমার ৫০তম ম্যাচ ছিল। ফলে দলের জয়ে ভূমিকা রাখতে পেরে আমি খুশি।
ম্যাচ সেরা হয়ে এই ডানহাতি তরুণ ওপেনার জানিয়েছেন, ‘দলের কাছে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচে আমাদের জিততেই হত। ফ্র্যাঞ্চাইজির হয়ে এটা আমার ৫০তম ম্যাচ ছিল। ম্যাচে আমি ব্যাট হাতে যোগদান করতে পেরে খুব খুশি। আমার মনে হয়েছে ২২ গজে বল থমকে থমকে আসছিল। পেসারদের মারাটা একটু কঠিন ছিল। তবে স্পিনাররা বল করতে আসার পরে আমরা ভেবেছিলাম আমাদের সুযোই রয়েছে। কারণ সোজা বাউন্ডারিগুলো খুব বেশি লম্বা ছিল না। আমরা মঞ্চ তৈরি করে দিই। ১০-১২ ওভারের পরে আমাদের মাথায় ছিল এরপর শিবম, মাহি (মহেন্দ্র সিং ধোনি) ভাই এবং জাড্ডু (রবীন্দ্র জাদেজা) খেলতে নামবে। ফলে এখন আমরা আরও বেশি আক্রমণ করে খেলতে পারি।’
ওপেনিং পার্টনার ডেভন কনওয়ে সম্বন্ধে বলতে গিয়ে রুতুরাজ গায়রকোয়াড় বলেন, ‘১-২ জায়গায় ও উন্নতি করার লড়াই চালাচ্ছে। যথেষ্ট উন্নতিও করেছে ও। ঘরের মাঠে চেন্নাইতে খেলাটা কিন্তু মোটেও সহজ নয়। তবে ও যথেষ্ট উন্নতি করেছে। আমি ওঁর সঙ্গে থাকতে ভালোবাসি। এমনকী মাঠের বাইরেও আমি ওঁর সঙ্গে ভালোবাসি।’ এদিন মাত্র ৫০ বল খেলে ৭৯ রান করেন রুতুরাজ গায়রকোয়াড়। পাশাপাশি দুটি ক্যাচও ধরেছেন তিনি। তাঁর ওপেনিং পার্টনার ডেভন কনওয়ে ৫২ বলে করেন ৮৭ রান। ফলে চেন্নাই সুপার কিংস ২২৩ রান করতে সমর্থ হয়। জবাবে মাত্র ১৪৬ রানে আটকে যায় দিল্লি ক্যাপিটালস। দলনায়ক ডেভিড ওয়ার্নার ৮৬ রান করেন। এছাড়া আর কোনও ব্যাটার রান পাননি।
For all the latest Sports News Click Here