নিঃশ্বাসের সমস্যার জেরে অস্ত্রোপচার, কেমন আছেন সিপিএম নেতা শতরূপ? জানালেন স্ত্রী
‘আজ একটা অস্ত্রোপচার হবে। সে কারণে দু’দিন কথা বলা থেকে বিরত থাকতে হবে। ফোন ধরতে পারব না। দরকারে হোয়াটসঅ্যাপ করতে পারেন।’ বৃহস্পতিবার সকালেই এমন স্টেটাস ফেসবুকের দেওয়ালে দিয়েছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। যা দেখে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। পড়ে খোঁজ নিয়ে জানা যায়, এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন সিপিএম নেতা। সেখানেই তাঁর অপারেশন সুসম্পন্ন হয়। চিন্তার কোনও কারণ নেই আশ্বস্ত করেছিলেন শতরূপ, পরে তাঁর স্ত্রী পহেলি স্বামীর হেলথ আপটেড শেয়ার করেন।
পহেলি জানান, ‘ডঃ অরুণাভ সেনগুপ্তর তত্ত্বাবধানে শতরূপের অস্ত্রোপ্রচার সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। পরিবার, বন্ধু ও সকল শুভানুধ্যায়ীদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ’। কিন্তু কী হয়েছিল শতরূপের? এই ব্যাপারে পহেলির কাছে প্রশ্ন রাখে হলে তিনি স্পষ্ট জানান, বেশ কিছুদিন ধরেই নিঃশ্বাস নিয়ে সমস্যা হচ্ছিল শতরূপের। সেই সমস্যা ক্রমেই বাড়ছিল। আসলে তাঁর নাসাল পলিপ ধরা পড়ে,এছাড়াও ডিএনএস ছিল। তাই অস্ত্রোপচার করতে হল, যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যার নাম সেপ্টোপ্লাস্টি।
অস্ত্রোপচারের পর এখন একদম সুস্থ রয়েছেন শতরূপ, তবে বেশকিছু দিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। গত বছর ডিসেম্বরে আইনি বিয়ের পর্ব সারেন শতরূপ-পহেলি। তাঁদের বিয়ের জমকালো আসরে পৌঁছেছিলেন বিমান বসু, কান্তি গঙ্গোপাধ্যায়রা। হাজির ছিলেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। ছিলেন শতরূপের দীর্ঘদিনের বন্ধু ঊষসী চক্রবর্তী। টলিউডের পরিচিত মুখ পহেলি। নামী প্রযোজনা সংস্থার মুখ্য জনসংযোগ আধিকারিক হিসাবে কর্মরতা শতরূপ ঘরণী। কলেজে পড়ার সময় থেকেই বন্ধুত্ব শতরূপ-পহেলির। দীর্ঘদিন প্রেম সম্পর্কে আবদ্ধ থাকবার পর চার হাত এক হয় দুজনের। যদিও ব্যক্তিগত জীবন চিরকাল আড়ালেই রেখেছেন তাঁরা। এখনও হাসপাতালেই রয়েছেন শতরূপ, আরও দিন তিনেক চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে তাঁকে।
For all the latest entertainment News Click Here