ভারতের কোন দুই ক্রিকেটারকে আউট করলে চাপে পড়বে ভারত, জানালেন গুল
শুভব্রত মুখার্জি : দীর্ঘ বছর দুয়েক ধরে কোন আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়নি দুই যুযুধান প্রতিপক্ষ ভারত এবং পাকিস্তান। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পরে আসন্ন টি-২০ বিশ্বকাপে একে অপরের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে। উল্লেখ্য, বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কার্যত আধিপত্য রয়েছে। ভারতের পক্ষে ফল ১২-০। যার মধ্যে ৭ টি জয় এসেছে ওয়ানডে বিশ্বকাপে এবং ৫ টি জয় এসেছে টি-২০ বিশ্বকাপে। বিশ্বকাপের আগেই প্রাক্তন পাকিস্তানি পেসার উমর গুল জানান, ভারতের দুই ‘গুরুত্বপূর্ণ’ ক্রিকেটারকে প্যাভিলিয়নে ফেরাতে পারলেই চাপে পড়বেন বিরাট কোহলিরা।
উল্লেখ্য ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ান্স ট্রফির ফাইনালে শেষ বার কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। উমর গুল মনে করেন, ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং সহ অধিনায়ক রোহিত শর্মাকে দ্রুত প্যাভিলিয়নে ফেরৎ পাঠাতে পারলেই ভারতের উপর চাপ বাড়বে। উল্লেখ্য ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে রোহিত ১৪০ এবং বিরাট ৮৫ রানের ইনিংস খেলেছিলেন। ফলে ভারত ৫ উইকেটে ৩৩৬ করতে সমর্থ হয়। জবাবে ৬ উইকেট হারিয়ে মাত্র ২১২ রান করতে সমর্থ হয়েছিল পাকিস্তান।
আসন্ন মহারণ নিয়ে বলতে গিয়ে গুল বলেন, ‘ভারত তাদের দলগঠনে দীর্ঘ সময় ব্যয় করেছে। সত্যি বলতে তারা খুব শক্তিশালী দল। আইপিএল ভারতীয় ক্রিকেটের উন্নতিতে সহায়তা করেছে। একাধিক ক্রিকেটার তৈরিতে সহায়তা করেছে। আপনি যদি ওদের ব্যাটিংয়ের দিকে তাকান দেখবেন রোহিত এবং কোহলি ওদের ব্যাটিংয়ের দুই স্তম্ভ। ওদের টপ অর্ডারের গুরুত্বপূর্ণ অঙ্গ। ওদেরকে তাড়াতাড়ি আউট করে ফেরালে ভারত চাপে পড়বে। যদি পাওয়ার প্লেতে পাকিস্তান ওদের টপ অর্ডারের ২-৩ ব্যাটারকে ফিরিয়ে দিতে পারে, তা হলে ওদের বাকি ক্রিকেটারদের উপর চাপ তৈরি হবে।’
For all the latest Sports News Click Here