CSK প্লে-অফে উঠলেও পাওয়া যাবে না বেন স্টোকসকে, ১৬.২৫ কোটি জলে ভাসিয়ে ফিরছেন দেশে
১৬.২৫ কোটির প্লেয়ার। গাল ভরা নাম। কিন্তু ২০২৩ আইপিএলে তাঁর কৃতিত্ব আস্ত গোল্লা। চলতি আইপিএলে মাত্র দু’টি ম্যাচে খেলেছেন ইংল্যান্ডের তারকা প্লেয়ার বেন স্টোকস। সেই দুই ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে সাত এবং আট রান। এক ওভারই বল করার সুযোগ পেয়েছেন। সেই ওভারে ১৮ রান বিলিয়েছেন। এর পরেই চোট আর ফিটনেস সমস্যা নিয়ে রিজার্ভ বেঞ্চে বসেই পুরো মরশুম কাটিয়ে দিয়েছেন। এখন শোনা যাচ্ছে তিনি দেশে ফিরে যাবেন। ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, শনিবার দুপুরে গ্রুপের শেষ ম্যাচের পরেই দেশে ফিরে যাবেন তিনি।
শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সিএসকে-র। সেই ম্যাচেও স্টোকসের খেলার কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ সিএসকে-র ১৬.২৫ কোটি জলে ভাসিয়ে, ভারতে বসে চোট সারিয়ে এ বার দেশে ফিরে যাচ্ছেন স্টোকস। চেন্নাইয়ের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ৩ এপ্রিল। তার পর থেকে আর ২২ গজে দেখা যায়নি তাঁকে।
আরও পড়ুন: প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল গুজরাট, হেরে ছিটকে গেল হায়দরাবাদ
১৬ জুন থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে অ্যাশেজ খেলতে নামবে ইংল্যান্ড। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসই। এ দিকে তার আগে অ্যাশেজের প্রস্তুতি হিসেবে ১ জুন থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট রয়েছে। এই কারণেই আগে থেকেই শোনা গিয়েছিল, আইপিএলের শেষ দিকে তাঁকে পাওয়া যাবে না। চেন্নাই প্লে-অফে উঠলেও স্টোকস থাকছেন না।
প্রসঙ্গত, আগামী ১৬ জুন ইংল্যান্ডে শুরু হবে পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ। এই সিরিজের শেষ ম্যাচটি হবে ৩১ জুলাই। আর অ্যাশেজের প্রস্তুতির জন্য ১ জুন থেকে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি মাত্র টেস্ট খেলবে ইংল্যান্ড।
আরও পড়ুন: W-W-W-1-W-1b- GT-র ইনিংসের শেষ ওভারে ভুবি ধামাকা, ডেথ ওভারে কাঁপুনি ধরালেন তারকা
হাঁটুর চোটে দীর্ঘ দিন ধরেই ভুগছেন স্টোকস। তিনি জানিয়েছেন, টেস্টে ফেরার আগে নিজেকে যথেষ্ট সময় দিতেই আইপিএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত ২২ এপ্রিল চেন্নাইয়ের একটি ম্যাচের পর কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন, অনুশীলন নতুন করে চোট পেয়েছেন স্টোকস। আরও একটি সপ্তাহ তাঁকে বিশ্রামে থাকতে হবে।
তবে ১৬.২৫ কোটির প্লেয়ারকেই ছাড়াই চেন্নাই সুপার কিংস ভালো ফল করছে।আইপিএলের ১৬তম আসরেতারা এখনও পর্যন্ত আশার আলো দেখাচ্ছে। পুরো হিসেব কষে প্লে-অফের দিকে এগোচ্ছে সিএসকে। আর প্লে-অফে জায়গা নিশ্চিত করতে হলে ধোনি ব্রিগেডের চাই আর একটি জয়। দলটি মোট ১৩টি ম্যাচের মধ্যে ৭টিতে জিতেছে এবং ৫টি ম্যাচে হেরেছে। আর একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় কোনও ফল হয়নি। এক পয়েন্ট করে ভাগাভাগি হয়ে যায়। আপাতত মোট ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই। এখন তারা শেষ লিগের ম্যাচ জিতে প্লে-অফে উঠতে মরিয়া।
For all the latest Sports News Click Here