MI vs RR: ছয় হাঁকিয়ে IPL-এ বড় মাইলস্টোন রশিদের,ছুঁলেন গিলক্রিস্ট-পোলার্ডের নজির
শুভব্রত মুখার্জি: টি-২০ ক্রিকেট মানেই চার, ছয়ের বন্যা। সারা বিশ্বের যে কোন প্রান্তেই খেলা হোক না কেন এই ফর্ম্যাটের ট্রেন্ডটা মোটামুটি ভাবে এক। সেই এক ট্রেন্ড বা ধারা রয়েছে চলতি আইপিএলেও। একমাত্র লখনউয়ের একানা স্টেডিয়ামের ২২ গজ ছাড়া আর প্রায় প্রতিটি ২২ গজই ব্যাটিং সহায়ক। সেই ব্যাটিং সহায়ক উইকেটেই শুক্রবার ওয়াংখেড়েতে এক অবিশ্বাস্য ইনিংস খেললেন আফগান বোলিং অলরাউন্ডার রশিদ খান। এই ইনিংসের মধ্যে দিয়েই কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট, কায়রন পোলার্ড, সনৎ জয়সূর্যদের এলিট তালিকায় নিজের নাম ওঠালেন তিনি।
আরও পড়ুন: মনে হচ্ছিল যেন রশিদ একাই খেলতে এসেছে- দলের বাকিদের তোপ হার্দিকের
আইপিএলের ইতিহাসে রান তাড়ার সময়ে সর্বাধিক ছয় হাঁকানো ব্যাটারদের তালিকায় নিজের নাম তুললেন রশিদ খান। শুক্রবার রাতে ওয়াংখেড়েকে লন্ডভন্ড করে দিল রশিদের ব্যাটে ওঠা সাইক্লোন। একের পর এক ছক্কা অনায়াসে হাঁকালেন তিনি। অত্যন্ত চাপে থাকা গুজরাট দলকে প্রায় একার কাঁধেই পৌঁছে দিয়েছিলেন জয়ের দোড়গোড়াতে। যদিও অল্পের জন্য ম্যাচ জিততে পারেনি গুজরাট। সঙ্গীর অভাবে জয়ের কাছাকাছি এসেও শেষ হাসি হাসতে পারেননি রশিদ খান।
আরও পড়ুন: ক্রিকেটের স্ট্র্যাটেজিকে পরোয়া না করে ইতিহাস লিখছেন ‘আত্মবিশ্বাসী’ সূর্য, ড্রেসিংরুমের কাহিনি শোনালেন রোহিত
প্রসঙ্গত আইপিএলে রান তাড়া করার সময়ে সর্বাধিক ছক্কা হাঁকানোর নজির রয়েছে বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান তারকা সনৎ জয়সূর্যের। ২০০৮ সালে মুম্বইতে ঘরের টিমের হয়ে খেলার সময়ে সিএসকের বিরুদ্ধে ১১টি ছক্কা হাঁকিয়ে সেই নজির গড়েছিলেন। যা এখনও অক্ষত। এর পরেই যৌথ ভাবে এতদিন ধরে এই তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট এবং কায়রন পোলার্ড। আর এ দিন তাদের সঙ্গে যুক্ত হল আরও একটি নাম। ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে গুজরাটের হয়ে ১০টি ছক্কা হাঁকালেন তিনি। ২০০৮ সালে ডেকান চার্জার্সের হয়ে খেলার সময়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০০৮ সালে ১০ টি ছক্কা হাঁকিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। অন্য দিকে ২০১৯ সালে কায়রন পোলার্ড পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে হাঁকান ১০টি ছয়। এ দিন রশিদ খান ৩২ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ১০ টি ছয়ের পাশাপাশি তিনি মেরেছেন তিনটি চার। তবুও ২৭ রানে গুজরাটকে এ দিন ম্যাচ হারতে হল মুম্বইয়ের কাছে।
For all the latest Sports News Click Here