মধ্যরাতে শহরে সলমন! কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, কী উপহার দেবেন মমতা?
প্রস্তুত মঞ্চ। পুরোদমে নাচের মহড়া চলছে ইস্টবেঙ্গল তাঁবুতে। শুক্রবারই শহরে এসে হাজির হয়েছেন প্রভু দেবা, আয়ুষ শর্মা, অর্পিতা খান শর্মা,সোনাক্ষী সিনহা, রাঘব জুয়েলরা। জ্যাকলিন তো আগে থেকেই তিলোত্তমায় উপস্থিত ছিলেন। শনিবার লাল-হলুদ শিবিরে জমকালো অনুষ্ঠানে পারফর্ম করবেন সলমন খান! ১৩ বছর পর শহরে পা রাখছেন ভাইজান। ‘দাবাং-দ্য ট্যুর রিলোডেড’ নিয়ে সল্লু ভক্তদের মধ্যে উন্মাদনার পারদ তুঙ্গে।
নির্দিষ্ট সময়ের আগেই কলকাতা আসছেন তারকা। সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতেই কলকাতায় উড়ে আসবেন দাবাং খান। লাগাতার প্রাণনাশের হুমকিতে জর্জরিত সলমন। তারকার নিরাপত্তা নিয়ে কঠোর বিধিনিষেধ মেনে চলছে পুলিশ-প্রশাসন। কলকাতার তাজ বেঙ্গল উঠছেন সলমন। হোটেল চত্বর মুড়ে ফেলা হয়েছে পুলিশে। সাদা পোশাকেও মোতায়েন থাকছে পুলিশ। কেন্দ্রের তরফে Y+ ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন সলমন। কলকাতা পুলিশও প্রস্তুত। জানা গিয়েছে, শহরে পা রাখলেই সলমন খানের নিরাপত্তার জন্য দায়িত্বে থাকছেন একজন অতিরিক্ত পুলিশ কমিশনার এবং দুইজন জয়েন্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার। ভাইজানের নিরাপত্তায় কোনও ফাঁক রাখা হবে না, জানিয়েছে লালবাজার। ডিসি পদমর্যাদার ছয় জন অফিসারও প্রস্তুত থাকবেন সলমনের নিরাপত্তায়।
শনিবার সন্ধ্যার অনুষ্ঠানে ১৬ হাজার অনুরাগী হাজির থাকবেন ইস্টবেঙ্গল ক্লাবে অনুমান পুলিশের। কোনওরকম অপ্রীতকর ঘটনা এড়াতে ৭০০জন পুলিশ হাজির থাকবে। এছাড়াও থাকবে ইভেন্ট ম্যানেজমেন্টের তরফে নিয়োজিত বাউন্সার, বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা।
জানা গিয়েছে, শনিবার বিকাল চারটে নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারতে কালীঘাটের বাড়িতে যাবেন সলমন খান। তৃণমূলের অন্দর সূত্রে খবর সলমন নিজেই দিদির সঙ্গে দেখা করতে চেয়েছেন। জানা যাচ্ছে, মমতার তরফে রসগোল্লা, মিষ্টি দই দিয়ে ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হবে ভাইজানকে। মিষ্টি দই আর রসগোল্লা ভীষণ প্রিয় সলমনের। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে লাইফটাইম মেম্বারশিপ-সহ বেশকিছু উপহার তুলে দেওয়া হবে সলমনের হাতে। শো-এর টিকিটের চাহিদা আকাশছোঁয়া, তার সঙ্গে টিকিটের মূল্যও। ৬৯৯ টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকা পর্যন্ত রাখা হয়েছে সলমনের শো-এর টিকিটের দাম।
For all the latest entertainment News Click Here