‘আমিও আমার কোল খালি করে ভগবানকে দিয়েছি!’, মেয়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন মৌসুমী
১৯৬৭ সালে তরুণ মজুমদারের ‘বালিকা বধূ’র হাত ধরেই বাংলা সিনেমায় আত্মপ্রকাশ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের। এরপর অবশ্য বাংলা আর হিন্দি দুই ভাষাতেই কাজ করেছেন। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘পিকু’ সিনেমায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ে পায়েলের মৃত্যু নিয়ে কথা বললেন তিনি। মেয়ের মৃত্যুশোক কীভাবে সামলে উঠেছেন সেটাও জানা গেল এই বর্ষীয়ান অভিনেত্রীর মুখে।
২০১৯ সালের ডিসেম্বর মাসে মারা যান মৌসুমীর বড় মেয়ে পায়েল তাও মাত্র ৪৫ বছর বয়সে। ছোটবেলা থেকেই জুভেনাইল ডায়াবিটিসে আক্রান্ত ছিলেন মৌসুমী কন্যা। ২০১৮ সাল থেকে তিনি প্রায় কোমায় চলে গিয়েছিলেন। ২০১৭ সালে পায়েলকে হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু ২০১৮ সালে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন পায়েলের স্বামী পোশাকব্যবসায়ী ডিকি সিনহা৷
পায়েলের মৃত্যুর পর তাঁর শ্বশুরবাড়ি থেকে মৌসুমীর উপর উঠেছিল একগুচ্ছ অভিযোগ। ডিকির বা ডিকির পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না অভিনেত্রীর। মাঝে একবার মেয়ের কাস্টেডি চেয়ে আদালতেও গিয়েছিলেন তিনি। স্ত্রী চলে যাওয়ার পর ডিক মন্তব্য করেছিল, পায়েলের মৃত্যুর পরও নাকি মৌসুমি চট্টোপাধ্যায় তাঁর মেয়েকে শেষবারের জন্য দেখতে আসেননি। তবে পায়েলের বাবা এবং তাঁর বোন মেঘা শেষকৃত্যের সময় হাজির হন।
সম্প্রতি লেহরান রেট্রোকে দেওয়া এক সাক্ষাৎকারের সময় অভিনেত্রীকে বলতে শোনা যায় তিনি যেমন না চাইতে ভগবানের থেকে অনেক কিছু পেয়েছেন, তেমনই আঁচল খালি করে মেয়েকে ভগবানের হাতে তুলেও দিয়েছেন। মৌসুমীর কথায়, ‘আমি তাও সুখী। কারণ রোজই কোনও না কোনও মায়ের আঁচল খালি হচ্ছে। বিশেষ করে জাওয়ানদের। সেই কথা ভেবেই রাতে শান্তিতে ঘুমোতে পারি। জাওয়ানের মা-রা এক বাচ্চার শরীর আসার পর আরেক বাচ্চাকে তৈরি করে। ওদের সামনে আমাদের কষ্ট কোনও কষ্টই না। এই কারণে আমি এখনও হাসতে পারি। আমার মনে হয় আপনাকে আনন্দের কারণ হতে হবে। কারণ কষ্ট বা দুঃখ ভাগ করে নেওয়ার জিনিস না। আর ব্যক্তিগত কারণে আমি সবার সামনে কাঁদতেও পারি না। এরকম শক্ত করেই আমার মা-বাবা আমাকে তৈরি করেছে।’
এই সাক্ষাৎকারেই নিজের মোদী-প্রীতি শেয়ার করে মৌসুমী বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর নামে কোনও খারাপ কথা শুনতে পারেন না। এই কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সাবধান করে বলে, কেউ তাঁর সামনে মোদীর নামে খারাপ কথা বললেই তিনি কাঁচি চালিয়ে দেবেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here