আশা করি রোহিত খুব তাড়াতাড়ি ফর্মে ফিরবেন- হিটম্যানের পাশে দাঁড়ালেন বাঙ্গার
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা আইপিএল ২০২৩-এ বিশেষ কিছুই করতে পারেননি। একনও পর্যন্ত তাঁর ব্যাট থেকে তেমন রানের দেখা পাওয়া যায়নি। চলতি আইপিএল-এ গত ১১ ম্যাচে ১৯১ রান করেছেন তিনি। এই সময়ে রোহিত মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন। এমন অবস্থায় সমালোচনার ঝড়ের সামনে পড়েছেন রোহিত শর্মা। এবার তাঁকে রক্ষা করতে ময়দানে নামলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তিনি বিশ্বাস করেন যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আগে ফর্মে থাকবেন রোহিত শর্মা। আগামী ৭ জুন লন্ডনে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন… RCB -র বিরুদ্ধে ৮৩ রানের ইনিংস খেলে IPL-এ তিনটি বড় নজির গড়লেন MI-এর সূর্য
‘টাইমস অফ ইন্ডিয়া’র খবর অনুযায়ী সঞ্জয় বাঙ্গার বলেছেন, ‘রোহিত দীর্ঘদিন ধরে তিন ফর্ম্যাটেই ভারতের অধিনায়কত্ব করছেন। তিনি ফ্র্যাঞ্চাইজির (মুম্বই ইন্ডিয়ান্স) অধিনায়কও। এটি একটি খুব মানসিকভাবে চাহিদাপূর্ণ কাজ। আমরা আশা করছি তিনি টিম ইন্ডিয়ার পাশাপাশি আইপিএলে তিনি খুব শীঘ্রই রান-স্কোরিং ফর্মে ফিরবেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভালো পারফর্ম করা টিম ইন্ডিয়ার জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে।’
আরও পড়ুন… MI vs RCB: নেহালের জন্য আউট হয়েছেন সূর্যকুমার যাদব! ইশান কিষাণের বড় দাবি
চলতি আইপিএল-এর মরশুমে বিশেষ কিছু করতে পারেননি রোহিত শর্মা। গত ১১টি আইপিএল ম্যাচে তিনি ১৯১ রান করেছেন। এই সময়ে রোহিতের সেরা স্কোর ছিল ৬৫ রান। আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচে ৭ রান করে আউট হন রোহিত শর্মা। চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংসের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রোহিত করেছিলেন মাত্র ৩৩ রান এবং গুজরাট টাইটানসের বিরুদ্ধে মাত্র ২ রান করেছিলেন হিটম্যান। এর আগে তিনি পঞ্জাবের বিরুদ্ধে ৪৪, হায়দরাবাদের বিরুদ্ধে ২৮ এবং কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২০ রান করেছিলেন।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
আপনাদের জানিয়ে দেওয়া যাক যে রোহিতের অধিনায়কত্বের দল মুম্বইয়ের এই মরশুমে বাজে শুরু করেছিল। প্রথম দুই ম্যাচেই হারের মুখে পড়ে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। তবে পরের দিকে ফাইট ব্যাটক করে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত ১১টি ম্যাচের মধ্যে ৬টিতেই জিতেছে মুম্বই। যেখানে পরাজয়ের মুখে পড়েছে ৫টি ম্যাচে। বর্তমানে তারা ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে। শীর্ষে রয়েছে গুজরাট টাইটানস। দুই নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। তবে এর মাঝেই রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বাঙ্গার এখনও রোহিতের ফর্মের ফেরার বিষয়ে আশাবাদী।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here