বিধ্বংসী শুরু করার পরও ঠুকঠুক করে খেল না, বিরাটকে বার্তা শাস্ত্রীর
নিজেদের ঘরের মাঠে প্রথম পর্বে দিল্লি ক্যাপিটালসকে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফিরতি পর্বে সেই ম্যাচে হারের বদলা নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে আরসিবিকে হারিয়েছে তারা। তবে সেই ম্যাচে বিরাট কোহলি ৪৬ বলে ৫৫ রান নতুন করে সবার নজর কেড়েছেন। এই মরশুমে বিরাট কোহলি শুরু থেকেই ছন্দে রয়েছেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী জানান, একবার দ্রুতগতিতে রান তুলতে শুরু করলে সেই গতি বিরাট কোহলির কমানো উচিত নয়।
৬ মে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালস। টসে জিতে ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ ডু প্লেসি ব্যাট করার সিদ্ধান্ত নেন। ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮১ রান করে আরসিবি। বিরাট কোহলি অর্ধশতরান করেন। তবে সেই ম্যাচ হেরে যায় তারা। দিল্লির ওপেনার ফিল সল্ট অসাধারণ ব্যাটিং করে জিতিয়ে দেন দিল্লিকে। তবে বিরাটের অর্ধশতরান নজর কেড়েছে। এই বিষয়ে ইএসপিএন ক্রিক ইনফোকে রবি শাস্ত্রী বলেন, ‘একবার রানের ছন্দ ধরে নিতে পারলে অন্যদের নিয়ে চিন্তা করার দরকার নেই। বিরাটের কাছে এটাই হবে আমার বার্তা। একটি টি-টোয়েন্টি খেলায় এত ব্যাটারের প্রয়োজন হয় না। তবে সে যদি এই ভাবে খেলতে পারে তবে খেলে যাক।’
রবি এই ম্যাচের সেরা ক্রিকেটার ফিল সল্টের সম্পর্কেও মুখ খুলেছেন। সল্ট দিল্লি ক্যাপিটালস এর হয়ে ৪৫ বলে ৮৭ রান করেছেন। যার মধ্যে মাত্র ২৮ বলেই অর্ধশতরান করেন তিনি। পাশাপাশি আইপিএলের কেরিয়ারে নিজের সর্বোচ্চ রানও করেন এই ব্যাটার। রবি শাস্ত্রী তাঁর উদাহরন দিয়ে বলেন, ‘প্রধান উদাহরণ হিসাবে ফিল সল্টের কথা বলায় রায়। একবার মারতে শুরু করার পর আর থামেনি। এটি এমন কিছু যা বিরাটের দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে।’
ভারতের প্রাক্তন এই ক্রিকেটার এবং কোচ দিল্লি বনাম আরসিবি ম্যাচের সম্পর্কেও আলোচনা করেছেন। তাঁর মতে এই ম্যাচে আরসিবি তাদের প্রয়োজনীয় রানের থেকে ২০ রান কম করে। যার ফলে দিল্লির ম্যাচ জিততে সুবিধা হয়েছে। তিনি বলেন, ‘দিল্লির কম্বিনেশন ভালো ছিল। আমি মনে করি অতিরিক্ত ব্যাটার রিলি রসউ একটি বড় পার্থক্য তৈরি করেছে। আরসিবিকে হারাতে দিল্লি ভাল বল করেছে। তবে আমি মনে করি আরসিবি ২০ রান কম করেছে। কিছু রান বেশি থাকলে ফলাফল অন্য হতে পারত।’
For all the latest Sports News Click Here