নিজের বলেই পিছন ফিরে ২০ গজ দৌড়ে, ডাইভ দিয়ে অবিশ্বাস্য ক্যাচ মার্করামের-ভিডিয়ো
কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক নীতীশ রানার অর্ধশতরান আটকে দিলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক এডেন মার্করাম। শুধু তাই নয় দুর্দান্ত ক্যাচ নিয়ে নীতীশকে ড্রেসিংরুমে ফিরিয়ে দিলেন তিনি। ৩১ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংসটি সাজানো ৩টি বাউন্ডারি এবং ৩টি ওভার বাউন্ডারির সৌজন্যে।
রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধেও অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন তিনি। সেই ম্যাচে ৪৮ রান করে ফিরে যান কেকেআর অধিনায়ক। এদিন ৪২ রান করলেন তিনি রানা। তবে এদিন দুর্দান্ত ক্যাচ ধরলেন সানরাইজার্স অধিনায়ক। ১১.২ ওভারের মাথায় মার্করামের বল তুলে দেন নীতীশ। দৌড়ে গিয়ে বাজ পাখির মতো ক্যাচ লুপে নেন সান অধিনায়ক। হয়তো রানাও বুঝতে পারেননি এই অবিশ্বাস্য ক্যাচ লুপে নেবেন মার্করাম।
আর এই ক্যাচ দেখে স্বাভাবিক ভাবেই অবাক সানরাইজার্স দলের ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফরা। এমনকী ধারাভাষ্যকাররাও এই ক্যাচ দেখে মার্করামের প্রশংসা করেন। এবারের আইপিএলে সেরা ক্যাচগুলির মধ্যে যে মার্করামের এটি থাকবে তা বলার অপেক্ষা রাখে না। চোখ ধাধানো এই ক্যাচ দেখে মুগ্ধ হয়েছেন সান সমর্থকরাও।
আইপিএলের প্রথম পর্যায়ে ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। আর সেই ম্যাচে সানরা হারিয়ে দেয় নাইটদের। ফলে এই ম্যাচ কেকেআরের কাছে বদলার লড়াই। ঘরের মাঠে হারের বদলা অ্যাওয়ে ম্যাচে নিতে মরিয়া শাহরুখ খানের দল। কিন্তু কোথায় কী। এই ম্য়াচেও নাইটদের টপ অর্ডার পুরোপুরি ভাবে ব্যর্থ। জেসন রয়ের সঙ্গে ওপেন করতে নামা রহমানউল্লাহ গুরবাজ খাতা না খুলেই ফিরে যান। কেকেআরের ওপেনিং সমস্যা যে এখনও মেটেনি তা বলার অপেক্ষা রাখে না। এমনকী বেঙ্কটেশ আইয়ারও এদিন রান পাননি। ৪ বলে মাত্র ৭ রান করে ফিরে যান তিনি।
পাশাপাশি ওপেন করতে নামা আরও এক ক্রিকেটার জেসন রয় ১৯ বলে ২০ রান করেন। তাঁর সংগ্রহে মাত্র ৪টি বাউন্ডারি। নাইটদের টপ অর্ডার যে এই ম্যাচেও ব্যর্থ তা বলার অপেক্ষা রাখে না। তবে অধিনায়ক কিছুটা হলেও দলকে ভরসা দিয়ে এগিয়ে দিয়ে যান। কিন্তু বিপক্ষ দলের অধিনায়কের কাছে আটকে যান নীতীশ। এখন এটাই দেখার গত ম্যাচের বদলা নিতে পারেন কিনা কেকেআর ক্রিকেটাররা।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here