মোহালিতে ‘মুম্বই ঝড়’, IPL-এর ইতিহাসে চতুর্থ সর্বাধিক রান তাড়া করে জয় MI-এর
শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে ফের একবার হাই স্কোরিং থ্রিলারের সাক্ষী থাকলেন দর্শকরা। পরপর দু’টি ম্যাচে ২০০-এর রান তাড়া করল মুম্বই ইন্ডিয়ান্স। দুই ক্ষেত্রেই রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল তারা। হাই স্কোরিং ম্যাচে জিতে প্লে অফের লড়াইতেও প্রত্যাবর্তন করেছে মুম্বই ইন্ডিয়ান্স দল। পাঁচ বারের চ্যাম্পিয়নর যে ক্রিকেটটা এ দিন মোহালিতে খেলল তা এককথায় অনবদ্য। ধুন্ধুমার ব্যাটিং করে এ দিন আইপিএলের ইতিহাসে রেকর্ড করে ফেলল।
আরও পড়ুন: শিখরের পরামর্শ শুনে মোটেও ভুল করেননি রোহিত, ৬ উইকেটে পঞ্জাবকে গুঁড়িয়ে দিল মুম্বই
আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জয়ের তালিকায় থাকা ম্যাচগুলোর মধ্যে জায়গা করে নিল এই মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি। এই তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিল ম্যাচটি। পাশাপাশি রাজস্থানের পরে দ্বিতীয় দল হিসেবে এই তালিকায় দ্বিতীয় বার নাম লেখালো মুম্বই ইন্ডিয়ান্স। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে শারজায় খেলা রাজস্থান রয়্যালস বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি। যেখানে ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান রয়্যালস। রাহুল তেওয়াটিয়া ওই ম্যাচে এক ওভারে শেল্ডন কটরেলকে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন। এই তালিকাতেই দ্বিতীয় স্থানে রয়েছে ২০২১ সালে দিল্লিতে খেলা মুম্বই ইন্ডিয়ান্স বনাম সিএসকের ম্যাচটি। যেখানে ২১৯ রান তাড়া করে জয় পেয়েছিল মুম্বই।
আরও পড়ুন: এক ওভারে ২৭ রান বিলিয়ে লজ্জায় ডুবলেন, ক্যারিয়ারের সবচেয়ে খারাপ রেকর্ড করলেন জোফ্রা
এই তালিকাতেই তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস বনাম তৎকালীন ডেকান চার্জার্সের ম্যাচটি। সেই ম্যাচে ২১৫ রান তাড়া করে জিতেছিল রাজস্থান রয়্যালস। চতুর্থ স্থানে রয়েছে বুধবারের মোহালির ম্যাচটি। যে ম্যাচে ২১৫ রান তাড়া করে পঞ্জাবের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। এ দিন ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২১৪ রান করে পঞ্জাব। ৪২ বল খেলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলেন লিয়াম লিভিংস্টোন। জবাবে ব্যাট করতে নেমে ছয় উইকেট হাতে নিয়ে এবং সাত বল বাকি থাকতেই এক রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় মুম্বই। সূর্যকুমার যাদব ৩১ বলে ৬৬ এবং ইশান কিষাণ ৪১ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।
For all the latest Sports News Click Here