সিরিজের মাধ্যমে ডেবিউ শাহরুখ পুত্রের, সিনে জগতের গল্প বলবে আরিয়ানের ‘স্টারডম’
বাবার পদাঙ্ক অনুসরণ করছেন কিং খানের দুই সন্তান। শাহরুখের (Shah Rukh Khan) মেয়ে সুহানা (Suhana Khan) জোয়া আখতারের ছবি দ্য আর্চিজের মাধ্যমে ডেবিউ করতে চলেছেন। তবে আরিয়ান খান (Aryan Khan) কিন্তু পর্দার সামনে নয়, পর্দার পিছনে তাঁর ডেবিউ সারছেন। তাঁর পরিচালিত সিরিজ আসছে। গত বছর ডিসেম্বরেই তিনি তাঁর জীবনের এই নতুন অধ্যায়ের কথা জানিয়েছিলেন। কাজের বিষয়ে জানাতে তিনি তাঁর প্রজেক্টের স্ক্রিপ্টের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘লেখার কাজ শেষ। এখন অ্যাকশন বলার জন্য তর সইছে না।’
শাহরুখ খানের ভক্তরা, এমনকি খোদ আরিয়ান খানের ভক্তরাও এই খবর শুনে বেশ চমকে উঠেছিলেন। একই সঙ্গে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই কাজের জন্য। অবশেষে আরিয়ান খানের প্রথম কাজের বিষয়ে একাধিক তথ্য প্রকাশে এসেছে। জানা গিয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে এই ছবির প্রযোজনা করা হবে। এটি আদতে একটি ওয়েব সিরিজ। সিনেমা নয়।
আরিয়ান খান যখন এর আগে তাঁর কাজের বিষয়ে জানিয়েছিলেন সেখানে লেখক বিলাল সিদ্দিকি লেখেন, ‘সিরিজ অভি বাকি হ্যায় মেরে দোস্ত।’ ফলে এখান থেকেই অনেকেই অনুমান করেছিলেন এটা কোনও ছবি নয়, বরং ওয়েব সিরিজ যার মাধ্যমে আরিয়ান খান তাঁর ডেবিউ সারতে চলেছেন।
এখন একটি সদ্য প্রকাশ্যে আসা রিপোর্ট থেকে জানা গিয়েছে যে এই ওয়েব সিরিজে ৬টা পর্ব থাকবে, এবং এই সিরিজের নাম হবে স্টারডম। বলিউড ইন্ডাস্ট্রির অন্দরের খবরই ফুটে উঠবে এখানে। ফলে সেটা হলে নামটার সঙ্গে একদমই মিলে যাচ্ছে গোটা বিষয়টা। তিনি বিলালের সঙ্গে এই সিরিজের স্ক্রিপ্ট লিখেছেন বলেই জানা গিয়েছে। তিনিই এই সিরিজের পরিচালনা করবেন।
তবে ইতিমধ্যেই আরিয়ান খান তাঁর নিজের ব্র্যান্ডের বিজ্ঞাপন শুট করে ফেলেছেন। সেখানে তাঁর বাবাকে দেখা গিয়েছে। একটি আন্তর্জাতিক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ পুত্র জানিয়েছেন তাঁর বাবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা। তাঁর কথায় শাহরুখের সঙ্গে কাজ করা মোটেই কোনও কঠিন কাজ নয়, কারণ তিনি সবার কাজকেই অনেক সহজ করে তোলেন নিজের অভিজ্ঞতা এবং অধ্যাবসায় দিয়ে।
For all the latest entertainment News Click Here