Video: ক্ষোভে ফেটে পড়েন রাসেল, মুখ ঢাকেন রানা, সুয়াশের এই ভুলের মাশুল দেয় KKR
এমনটা নয় যে, টি-২০ ক্রিকেটে ৫ ওভারে ৫১ রান তুলে ম্যাচ জেতা নিতান্ত কঠিন। তাও আবার ৭ উইকেট হাতে থাকলে স্লগ ওভারে ভয়ডরহীন ক্রিকেট খেলবে সব দলই। বিশেষ করে আইপিএলে এমন পরিস্থিতি থেকে ব্যাটিং দলকে ম্যাচ জিততে দেখা গিয়েছে বহুবার। তবে ইডেনে গুজরাট টাইটানসের কাছে পরিস্থিতি সহজ ছিল না মোটেও।
কেকেআরের ৭ উইকেটে ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে গুজরাট টাইটানস ১৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১২৯ রান তোলে। ডেভিড মিলার ও বিজয় শঙ্কর ক্রিজে অপরাজিত ছিলেন। সেই পরিস্থিতিতে রীতিমতো চাপে দেখাচ্ছিল টাইটানসকে। থমথমে ছিল গুজরাটের ডাগ-আউট।
এমন সময়ে একটা উইকেট ফেলতে পারলে ম্যাচের ছবি বদলে যেতে বিশেষ সময় লাগত না। সুযোগ তৈরিও করে ফেলেন আন্দ্রে রাসেল। তবে সুয়াশ শর্মার ভুলে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি কলকাতা। চাপ কাটাতেই ১৫.১ ওভারে রাসেলের বলে বড় শট নেওয়ার চেষ্টা করেন ডেভিড মিলার। তবে মাঝ-ব্যাটে শট নিতে পারেননি তিনি। বল ব্যাটে ঠিক মতো কানেক্ট না হওয়ায় সোজা গগনে উঠে যায়। সুয়াশ শর্মা বলের নীচে থাকলেও ক্যাচ ধরতে পারেননি। ফলে জীবনদান পান মিলার।
আরও পড়ুন:- KKR vs GT: ফর্মুলা নিতান্ত সরল, ইডেনের রানের খনিতে বোলারদের সফল হওয়ার রাস্তা দেখালেন জোশ লিটল
উইকেট পড়লে চাপ বাড়বে বুঝেই সেই যে ব্যাট চালাতে শুরু করেন বিজয় শঙ্কর, তড়িঘড়ি ম্যাচ শেষ না করে থামেননি তিনি। মিলারের ক্যাচ মিস হওয়া যে কলকাতার হারের অন্যতম একটি কারণ, তা অস্বীকার করা যাবে না মোটেও।
আরও পড়ুন:- KKR vs GT: কালবৈশাখী নয়, বিজয় ঝড়ে তছনছ কেকেআরের সাজানো বাগান, ঘরের মাঠে হার কলকাতার
স্বাভাবিকভাবেই সুয়াশের এমন ভুলের মাশুল দিতে হয় তাঁর দলকে। সুয়াশ ক্যাচ ছাড়ার পরেই ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় বোলার আন্দ্রে রাসেলকে। হতাশায় মুখে হাত দিয়ে বসে পড়েন ক্যাপ্টেন নীতীশ রানা। পরে ম্যাচের শেষে নাইট দলনায়ক স্বীকারও করে নেন যে, ফিল্ডাররা এমন ক্যাচ ছাড়লে দল মাশুল দিতে বাধ্য।
উল্লেখ্য, ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে ১৩ বল বাকি থাকতে ৭ উইকেটে পরাজিত করে গুজরাট টাইটানস। কেকেআরের ৭ উইকেটে ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে গুজরাট টাইটানস ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮০ রান তুলে নেয়। কলকাতার হয়ে ৮১ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। গুটরাটের হয়ে বিজয় শঙ্কর ৫১ ও শুভমন গিল ৪৯ রান করেন। ২৫ রানে ২ উইকেট নিয়ে ম্য়াচের সেরা হন জোশ লিটল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here