‘আমি আগে একজন মা, তারপর অভিনেত্রী’, কেরিয়ার আগে না সন্তান? জবাব দিলেন করিনা
বিয়ে, সন্তানের জন্মের পর অনেকেই দোটানায় পড়ে যান যে কাজ আগে নাকি পরিবার সংসার! কিন্তু করিনা সম্প্রতি জানিয়ে দিলেন তাঁর মধ্যে সেই দোটানা নেই। তাঁর প্রায়োরিটি লিস্ট ভীষণই স্পষ্ট। সেখানে সবার আগে তাঁর সন্তান, পরিবার তারপর সিনেমা। আর অভিনেত্রী নিজে এখন এমন জায়গায় পৌঁছে গিয়েছেন যে তাঁর খ্যাতির আলোয় তাঁর সন্তানরাও আজ ওইটুকু বয়সেই প্রায় সেলেবের তকমা পেয়ে গিয়েছে।
করিনা কাপুর এবং সইফ আলি খানের দুই পুত্র, তৈমুর আলি খান এবং জাহাঙ্গির আলি খান। তৈমুরের বয়স ৬, আর জেহর বয়স সবে ২।
বারবার তাঁর সন্তানদের মিডিয়া যেভাবে প্রচারে আলোয় নিয়ে আসে সেই বিষয়ে করিনার কী মোট? উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমরা মানে আমি আর সইফ খুব খোলা মনের মানুষ। আমরা বাবা মা হিসেবে কোনও কিছুই মিডিয়ার থেকে গোপন করি না। আমি আমার সন্তানদের ছবি তুলতে দিই কারণ আমি বিশ্বাস করি সম্মান দিলে সেটা ফেরত পাব। আমি এটা চাইতে পারি না। তাই আমি চাইব বাকি সবাই আমাদের ব্যক্তিগত সময়টাকে সম্মান জানাবে। আর বিশ্বাস করুন, এটা কাজ করে।’
বর্তমানে অভিনেত্রী রিয়া কাপুরের দ্য ক্রিউ ছবির শ্যুটিং করছেন। কাজ তো বটেই পরিবারের সঙ্গে কাটানো নানা সময় অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবার সঙ্গে ভাগ করে নেন। তবে তিনি পাপারাৎজিদের বলেছেন তাঁরা যেন তাঁর সন্তানদের স্কুলে থাকাকালীন বা বন্ধুদের সঙ্গে থাকাকালীন ছবি না তোলে।
অভিনেত্রী জানান, ‘আমি আমার ভক্তদের সম্মান করি। তাঁদের আমাদের জীবনে প্রবেশ করতে দিই। হয়তো ১০০ শতাংশ নয়। কিন্তু দিই। আর সেই কারণেই তাঁরা আমার সঙ্গে নিজেদের এতটা ইনভলভড মনে করেন।’
কিন্তু মা হওয়ার নিশ্চয় তাঁর প্রায়োরিটি বদলেছে? সেই কারণেই কি তিনি কাজ করা কমিয়ে দিয়েছেন? উত্তরে অভিনেত্রী বলেন, ‘ আমায় সবটা করতে হবে। আমি ২৪*৭ একজন মা। তারপর একজন অভিনেত্রী। এখন আমি ৭০ শতাংশ একজন মা, তারপর বাকি ৩০ শতাংশ অভিনেতা। আমি যা করতে ভালোবাসি আমায় তো সেটাও করতে হবে। যেমন সচেতনতা ছড়াতে হবে বিভিন্ন টপিকে।’
প্রসঙ্গত ২০১২ সালে সইফের সঙ্গে গাঁটছড়া বাঁধেন করিনা। ২০১৬ সালে জন্ম নেয় তৈমুর আলি খান। ২০১২ এ আসে তাঁদের দ্বিতীয় সন্তান জেহ।
For all the latest entertainment News Click Here