গরমে মৎস্যকন্যা রূপে ধরা দিলেন মনামী, ‘উরফি লাগছে’ মন্তব্য ভক্তদের
বাংলার অন্যতম স্টাইল আইকন যে মনামী ঘোষ সে বিষয়ে কোনও সন্দেহ নেই। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোশাকে তাঁকে দেখা যায়। আর সেই বিভিন্ন পোশাকেই তিনি বারংবার সবার নজর কেড়েছেন। কখনও শাড়ি তো কখনও বিকিনি, কখনও আবার স্কার্ট টপ, সঙ্গে আবার চোখ ধাঁধানো ডিজাইন তো আছেই! অভিনেত্রীর এই স্টাইলের জন্য কখনও তিনি বাহবা পান, কখনও আবার কটাক্ষের শিকার হন। এবার তিনি সদ্যই তাঁর ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করলে যা দেখে মুগ্ধ তাঁর ভক্তরা।
মনামী সম্প্রতি সমুদ্রে ভ্রমণে গিয়েছিলেন। তিনি হামেশাই কাজের ফাঁকে এদিক ওদিক চলে যান। এবার তিনি তাঁর জন্মদিন কাটাতে গিয়েছিলেন থাইল্যান্ড। সেখানকার সমুদ্রে তোলা নানা ছবি মাঝে মধ্যেই অভিনেত্রী ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেখান থেকে বোঝা যায় তিনি এখনও তাঁর এই ট্রিপের হ্যাঙ্গোভার থেকে বেরোতে পারেননি।
অভিনেত্রীর এই সদ্য পোস্ট করা ইনস্টাগ্রাম রিলসে দেখা যাচ্ছে তিনি বিকিনি এবং নিচে একটি মাল্টি কালারের স্কার্ট পরে সমুদ্রের জলে হেঁটে যাচ্ছেন। পিঠের উপর এলিয়ে আছে তাঁর বিনুনি। তাঁর রিলস দেখে যে কারও মৎস্যকন্যার কথ মন হবে। আর অভিনেত্রীর এই রূপেই মজেছেন সকলে।
অভিনেত্রী এই পোস্টে কেবল তাঁর ভক্তরা নন, টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরাও কমেন্ট করেছেন। গীতশ্রী রায় তাঁর এই পোস্টে কমেন্ট করেন, ‘পুরো স্বপ্নের মতো।’ তাঁর এক ভক্ত লেখেন, ‘বোঝাই যাচ্ছে বেশ গরম পড়েছে।’ আরেক ব্যক্তি লেখেন, ‘আমার একটা প্রশ্ন ছিল আপনার এই ছবি ভিডিয়ো কে তুলে দেয়?’ কেউ কেউ আবার তাঁকে উরফি জাভেদের সঙ্গেও তুলনা করেন।
তাঁর সঙ্গে উরফির তুলনা এই প্রথম নয় আগেও করা হয়েছে। এই বিষয়ে তিনি আনন্দবাজারকে জানিয়েছিলেন, ‘আমি কারও সঙ্গে তুলনা করায় বিশ্বাস করি না। আর আমি কেবল পোশাক পরি না। আমি কাজ করি। অভিনয় করি, পারফর্ম করি।’
For all the latest entertainment News Click Here