সত্যজিতের জন্মদিনে আসছে মাস্টার অংশুমান, বাবার কীর্তি হলে দেখে কী বললেন সন্দীপ
সত্যজিৎ রায়ের ফেলুদা বা প্রফেসর শঙ্কু নিয়ে বহু সিনেমা সিরিজ হয়েছে। কিন্তু তাঁর লেখা অন্যান্য গল্প বা চরিত্র? ভাবতে বসলে হয়তো একটু মাথা চুলকিয়ে মনে করতে হবে। তবে এবার আর তেমনটা হবে না, কারণ তাঁর গল্প অবলম্বনে এবার এক নতুন বাংলা ছবি বড়পর্দায় মুক্তি পাচ্ছে নাম মাস্টার অংশুমান। এই ছবি আগামী মাসের ৫ তারিখ মুক্তি পাচ্ছে।
মাস্টার অংশুমান বড়পর্দায় মুক্তি পাওয়ার আগে সেটার স্পেশাল স্ক্রিনিং অনুষ্ঠিত হয়ে গেল মঙ্গলবার। আর সেখানেই হাজির ছিলেন সন্দীপ রায়, অনীক দত্ত সহ চার পরিচালক।
২৫ এপ্রিল, মঙ্গলবার টালিগঞ্জের ফিল্ম সার্ভিস স্টুডিওতে এই ছবির বিশেষ স্ক্রিনিং অনুষ্ঠিত হয়। এখানেই হাজির ছিলেন সন্দীপ রায়, অভিনীত গুহ, অতনু ঘোষ এবং অনীক দত্ত।
মাস্টার অংশুমান ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে স্যমন্তক দ্যুতি মৈত্রকে। এছাড়া সোম চট্টোপাধ্যায়কে দেখা যাবে কৃষ্ণনের চরিত্রে এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, প্রমুখ।
এদিনের বিশেষ স্ক্রিনিংয়ের পর সন্দীপ রায় এই ছবির বিষয়ে আনন্দবাজারকে বলেন, ‘সাগ্নিক বহুদিন আগেই আমায় জানিয়েছিল যে ও এই গল্প নিয়ে ছবি করতে চায়। আগামী ২ মে বাবার জন্মদিন। আর তারপরই এই ছবিটা মুক্তি পাবে। এইটা ভেবেই খুব ভালো লাগছে।’ অন্যদিকে অতনু ঘোষ এই ছবির বিষয়ে বলেন, ‘ছোটদের জন্য তো এখন খুব কম ছবি বানানো হয়। কিন্তু এই ছবি গরমের ছুটির ঠিক আগে মুক্তি পাচ্ছে। ফলে আশা করছি এই ছবি ছোট বড় সবার ভালো লাগবে।’
তবে এটাই প্রথমবার নয় যখন সাগ্নিক সত্যজিৎ রায়ের সৃষ্টি বা তাঁর কাজ নিয়ে ছবি করলেন। এর আগেও তিনি ফেলুদার ৫০ বছর উপলক্ষ্যে ২০১৯ সালে ফেলুদা ফিফটি ইয়ারস অব রেজ ডিটেকটিভ তথ্যচিত্রটি বানিয়েছিলেন। এই তথ্যচিত্রের জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। পরিচালক নিজে এই ছবির বিষয়ে জানান তিনি মহামারির মধ্যেই এই ছবি বানিয়েছেন।
For all the latest entertainment News Click Here