জন্মদিনে বউয়ের সঙ্গে জমজমাট অরিজিতের ‘আশিকি’, ভাইরাল জুটির রোম্য়ান্টিক ছবি!
বর্তমানে ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের নাম অরিজিৎ সিং (Arijit Singh)। কারুর কাছে অরিজিৎ ‘ঈশ্বর’, কারুর কাছে অরিজিৎ সিং একটা ঘোরের নাম। অরিজিতের কন্ঠ আপনাকে আবেগতাড়িত করতে বাধ্য। তাঁর মায়া জড়ানো কন্ঠে মন্ত্রমুগ্ধ আসমুদ্রহিমাচল। আজ জীবনের আরও এক বসন্ত পার করে ফেললেন গায়ক।
১৯৮৭ সালের আজকের দিনেই (২৫শে এপ্রিল) জন্মেছিলেন অরিজিৎ সিং। ছোট থেকেই গানকে আঁকড়ে বড় হয়েছেন। স্ট্রাগলও করেছেন বিস্তর। রিয়ালিটি শো ‘ফেম গুরুকূল’-এ ফাইনালে জায়গা হয়নি অরিজিতের, তবে সকলকে পিছনে ফেলে মিউজিক ইন্ডাস্ট্রিতে সাফল্যের নয়া ইতিহাস লিখেছেন ‘তুম হি হো’ খ্য়াত গায়ক। কিশোর বয়সে মিউজিকের পাশাপাশি অরিজিতের অপর ভালোবাসার নাম কোয়েল (Koel Roy Singh)। ছেলেবেলার বান্ধবী কোয়েলের সঙ্গে ২০১৪ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন অরিজিৎ। তারাপীঠ মন্দিরে রয়েছিল সাদামাটা বিয়ে। কাগজে-কলমে এটা দ্বিতীয় বিয়ে ছিল দুজনেরই। আসলে কোয়েল-অরিজিতের প্রেম কাহিনি কোনও ফিল্ম চিত্রনাট্যের চেয়ে কম নয়।
সে কথায় ফিরছি, তবে জন্মদিনে বউয়ের সঙ্গে অরিজিতের একটি মিষ্টি ছবি প্রকাশ্য়ে এসেছে ফ্যান পেজগুলোর দৌলতে। তারকা হলেও মাটিতে পা রেখে সাদাসিধে জীবনযাপনেই রয়েছে অরিজিতের ভালোলাগা। ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই ভালোবাসেন অরিজিৎ। কিন্তু মাঝেমধ্যে তাঁর রোম্যান্টিক মুহূর্ত প্রকাশ্যে চলে আসে। পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়েছে এই ছবি।
ছবিতে দেখা গেল চায়ের কাপ হাতে ছাদে দাঁড়িয়ে রয়েছেন কোয়েল। তাঁর পাশে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে অরিজিৎ। সবুজের প্রেক্ষাপটে দাঁড়ানো দুজনের ঠোঁটের কোণাতেই রয়েছে মিষ্টি হাসি। কোয়েলের পরণে হলুদ রঙা কুর্তা আর কালো লেগিংস। অরিজিৎ পরে আছেন ঘন নীল রঙা ব্র্য়ান্ডেড টি-শার্ট আর ঘিয়ে রঙা ঢলা প্যান্ট। এই ছবি দেখে ফ্য়ানেরা বলছেন, ‘জুটিতে-লুটি’। পাশাপাশি গায়ককে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।
আরও পড়ুন- মুখ দিয়ে বেরিয়ে এল ‘অশ্লীল’ শব্দ,মঞ্চে রেগে আগুন অরিজিৎ! কী ঘটেছিল?
জীবনের চড়াই-উতরাই পেরিয়ে জিয়াগঞ্জের এই প্রেমিক যুগল এখন সুখে সংসার করছেন। স্কুলে পড়বার সময় থেকেই প্রেম কোয়েল-অরিজিতের। ‘ফেম গুরুকুল’-এ অংশ নেওয়ার সময়ও কোয়েলের সঙ্গে সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন অরিজিৎ। এমনকি অরিজিতের কাছে সেইসময় ফোনও আসত তাঁর বিশেষ বান্ধবীর। ভাগ্যের পরিহাসে আলাদা হলেও ২০১৪ সালের জানুয়ারিতে সাত পাকে বাঁধা পড়েন কোয়েল-অরিজিৎ। দুই ছেলে জুল ও আলিকে নিয়ে ভরপুর সংসার তাঁদের।
For all the latest entertainment News Click Here