একেবারে অদেখা রূপে কাশ্মীরে ধরা দেবেন বাদশা, ভূস্বর্গে ডাঙ্কির শুট করবেন শাহরুখ
দীর্ঘ চার বছর পর একেবারে ধামাকা যাকে বলে সেটা দিয়েই কামব্যাক করেছিলেন পাঠান, থুড়ি শাহরুখ খান। বক্স অফিসের সমস্ত হিসেব ওলোট পালোট করে রেকর্ড ভেঙে গড়ে একাকার করে দিয়েছিল সেই ছবি। বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে কিং খানের এই ছবি। এখানে তাঁকে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামকে দেখা গিয়েছিল। সঙ্গে ছিলেন আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়া। আগামীতে তাঁকে জওয়ান ছবিতে দেখা যাবে। সেটাও একটি অ্যাকশন ফিল্ম হতে চলেছে। কিন্তু তাঁকে আগামীতে যে ছবিতে দেখা যাবে সেই ডাঙ্কি কিন্তু একদম অন্য ঘরানার ছবি। এখানে একদম অদেখা রূপে ধরা দেবেন কিং খান।
এই প্রজেক্টের সঙ্গে জড়িত এবং খুবই ঘনিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, ‘স্বদেশের পর এই ছবিতে আবার শাহরুখকে একদম দেখা লুকে দেখা যাবে। এখানে তিনি এক অভিবাসীর চরিত্রে অভিনয় করবেন। পাঠান বা জওয়ান ছবির থেকে এটা অনেক আলাদা। সেখানে পেশির আস্ফালন বেশি ছিল। কিন্তু এখানে অত ক্ষমতা প্রদর্শনের ব্যাপার নেই।’
তবে জানা গিয়েছে অভিনেতা আপাতত কাশ্মীর যাচ্ছেন এই ছবির পরবর্তী অংশ শুট করতে। যদিও এখনও এই বিষয়ে তেমন তথ্য মেলেনি। কিন্তু জানা গিয়েছে এই মাসের শেষেই কাশ্মীরে এই ছবির একটা অংশের শ্যুটিং হবে। কিন্তু সাধারণত কাশ্মীরকে হিন্দি ছবিতে যেভাবে তুলে ধরা হয়, দেখানো বা ব্যবহার করা হয় এখানে তেমনটা হবে না। সেই সূত্র মারফত জানা গিয়েছে এখানে কোনও গানের শ্যুটিং হবে না ছবিটির। তবে? সেই তথ্য তো আগামীদিনে জানা যাবে।
ডাঙ্কি ছবিতে শাহরুখের সঙ্গে তাপসী পান্নুকে দেখা যাবে। এই প্রথমবার তাঁরা কোনও ছবিতে জুটি বাঁধবেন। এই ছবির শ্যুটিংয়ের একাধিক ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
For all the latest entertainment News Click Here