রেস্তরাঁয় ঢোকার আগেই টালমাটাল অবস্থা কাজল কন্যার, ধাক্কা খেলেন কার সঙ্গে?
এতদিন সকলে তাঁকে নাইসা বলেই ডেকে এসেছেন। কিন্তু কিছুদিন আগেই তিনি পাপারাৎজিদের ভুল শুধরে জানালেন তাঁর নাম নাইসা নয়, নিসা (Nysa Devgan)। এখন আকছার তাঁকে খবরের শিরোনামে দেখা যায়। সদ্যই ২০ এর গণ্ডি টপকেছেন তিনি। হইহই করে জন্মদিন পালন করেছেন কাজল (Kajol) কন্যা। বার্থডে পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর বন্ধুরা। পরিবার তো ছিলই। অজয়-কাজল কন্যা কিন্তু বরাবর পার্টি করতে পছন্দ করেন। কিন্তু এবার তিনি কী করলেন জানেন? রেস্তরাঁয় ঢোকার আগেই বড়সড় কীর্তি ঘটালেন।
রূপচর্চা থেকে চেহারায় বদল আনা হোক ফ্যাশন থেকে, সাজ বলিউডে না নেমেও হামেশাই খবরের শিরোনামে থাকেন নিসা। বন্ধুদের নিয়ে পার্টি, হই হট্টগোল করতে ভালোবাসেন তিনি। সম্প্রতি তাঁকে তাঁর বেস্ট ফ্রেন্ড (যদিও নিন্দুকরা বলেন তাঁর প্রেমিক) ওরহান অবত্রমানির সঙ্গে একটি রেস্তরাঁয় ঢুকতে দেখা যায়। গাড়ি থামতেই এক প্রকার সেখান থেকে লাফিয়ে নেমে আসেন তিনি। আর তারপরই সেখানকার নিরাপত্তাকর্মীর সঙ্গে খেলেন ধাক্কা।
সেই সিকিউরিটি গার্ড কিন্তু তাঁকে সাহায্য করতেই এগিয়ে এসেছিলেন তিনি গাড়ি থেকে নামতে গিয়ে টাল সামলাতে না পেরে তাঁর গায়েই হুমড়ি খেলেন কাজল কন্যা। কোনও মতে নিজেকে সামলে নিয়ে ঢুকে যান ভিতরে।
আর পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়া এই ভিডিয়ো দেখেই অনেকেই মজা পেয়েছেন। কেউ ব্যঙ্গ করে লেখেন, ‘আহা গো, ব্যথা লাগেনি তো?’ আরেক ব্যক্তি লেখেন, ‘আরে দেখে, সাবধানে চলা ফেরা করুন নিসা।’ আরেক নেটনাগরিক তাঁকে কটাক্ষ করে লেখেন, ‘সবসময়ই টাল খাচ্ছেন।’ কারও কারও নজর আটকেছে তাঁর বিশেষ বন্ধুটির উপর। তাঁকে উদ্দেশ্য করে একজন লেখেন, ‘এটা কে? সবসময় মেয়েদের সঙ্গে থাকে।’
প্রসঙ্গত জন্মদিনের আগে প্রাক জন্মদিন সেলিব্রেট করতে ওরির সঙ্গেই রাজস্থান গিয়েছিলেন তিনি। সেখানে উটের পিঠে উঠে বন্ধুর কাঁধে মাথা রেখে বসেছিলেন তিনি। এরপরই মুম্বইতে তাঁদের একসঙ্গে দেখা গেলে সাংবাদিকরা তাঁদের ছবি তোলার জন্য নাইসা নাইসা বলে চিৎকার করলে উনি বলেন ‘আমার নাম নাইসা নয়, নিসা।’
For all the latest entertainment News Click Here