ফের এক ইরফানকে জীবন্ত দেখার অনুভূতি, প্রকাশ্যে ‘দ্য সং অফ স্করপিয়নস’-এর ট্রেলার
ইরফান খান আজ আর আমাদের মধ্যে নেই। তিনি তিনি না থেকেও রয়ে গিয়েছেন সিনেমাপ্রেমীদের মধ্যে, তাঁর অনুরাগীদের মধ্যে। ফের একবার পর্দায় হাজির হতে চলেছেন ইরফান। সৌজন্যে ‘দ্য সং অফ স্করপিয়নস’। ইরফানের মৃত্যুবার্ষিকীর ঠিক একদিন আগেই মুক্তি পাচ্ছে তাঁর শেষ হিন্দি। বুধবার মুক্তি পেল ‘দ্য সং অফ স্করপিয়নস’-এর ট্রেলার।
বাবা ইরফান খানের শেষ হিন্দি ছবির ট্রেলার সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে বাবিল খান লিখেছেন, ‘ভালোবাসা, আবেশ এবং বিশ্বাসঘাতকতা, একটি হৃদয় বিদারক গল্পকে জীবন্ত করে তুলেছে। ছবির প্রক্ষাপট রাজস্থানের থর মরুভূমি। ছবির গল্প একটি লোকগাথার উপর ভিত্তি করে তৈরি। যেখানে ইরফানকে দেখা যায় একজন উট ব্যবসায়ীর ভূমিকায়। যিনি কিনা নুরান নামে এক আদিবাসী মহিলার প্রেমে পড়েন। যে আবার একটাই গান জানে, সেটা হল বিছে কামড়ানোর গান। নুরান মরুভূমিতে খালি পায়ে হেঁটে বেড়ান, যাঁদের বিছে কামড়ায় তাঁদের জীবন বাঁটাতে গান করেন। তাঁর যখন বিয়ের পরিকল্পনা করতে শুরু করেন, তখন এমন একটা কিছু ঘটনা সবকিছু ওলটপালট করে দেয়।
আরও পড়ুন-বিলাসবহুল বিছানায় শুয়ে চোখ রাখলেন ক্যামেরায়, মা গৌরীর জন্য ফটোশ্যুটে সুহানা
‘দ্য সং অফ স্করপিয়নস-এ নুরানের ভূমিকায় অভিনয় করেছেন ইরানের অভিনেত্রী গোলশিফতে ফারহানি। যদিও ফরাসি ম্যাগজিনের জন্য নগ্ন ফটোশ্য়ুট করার কারণে, তাঁর ইরানে ঢোকায় নিষেধাজ্ঞা রয়েছে। তবে হলিউডে জমিয়ে কাজ করছেন তিনি। নুরানের ঠাকুমার ভূমিকা অভিনয় করছেন ওয়াহিদা রহমান। এছাড়াও ছবিতে রয়েছেন তিলোত্তমা সোম, শশাঙ্ক অরোরা, সারা অর্জুন ও শেফালি ভূষণ।
এই ছবির শ্যুটিং হয়েছিল ২০১৭ সালে। সেসময় হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক অনুপ সিং বলেছিলেন, ইরফানই নুরানের চরিত্রে গোলশিফতে ফারহানির নাম প্রস্তাব করেছিলেন। অনুপ সিং জানিয়েছিলেন, ইরফানের কথা মাথায় রেখেই তিনি চরিত্রটি লিখেছিলেন। পরিচালক বলেছিলেন, ‘যখন আমি চরিত্র লিখতে শুরু করি, তখন আমি ওর নামও রেখেছিলাম ইরফান। ইরফানের মধ্যে একজন মিউজিশিয়ানের স্পিরিট আছে। একসঙ্গে কাজ করার সময় আমাদের একে অপরকে বিশেষ কিছুই বলতে হয় না। আমরা একে অপরের কাজ দেখি, সংলাপ শুনি, সেগুলি বাদ্যযন্ত্রের মতো করেই সুন্দর করে সাজাই। আমরা একে অপরের সঙ্গে কাজ করার বিষয়ে বেশ স্বচ্ছন্দ। আমরা একে অপরের সৃজনশীলতাকে উপভোগ করি। আশা করি ইরফানের সঙ্গে আরও অনেক কাজ করব। ইরফানের বয়স ৮০ হবে, এমন একটা চিত্রনাট্য়ও আমার কাছে তৈরি আছে।’
কিন্তু নাহ, পরিচালক অনুপ সিং-এর এই ইচ্ছা আর পূরণ হল না। তাঁর ছবিই ইরফানের শেষ ছবি হয়ে থেকে গেল। ২০২০-র ২৯ এপ্রিল মৃত্যু হয় ইরফান খানের। তাঁর মৃত্যু বার্ষিকীর ঠিক একদিন আগে মুক্তি দেওয়া হবে ‘দ্য সং অফ স্করপিয়নস’।
For all the latest entertainment News Click Here