সবাই IPL-এ ব্যস্ত, যাকে তাকে নিয়ে নিউজিল্যান্ড পাক সফরে যাওয়ায় ক্ষুব্ধ রাজ্জাক
শক্তিশালী স্কোয়াড নিয়ে পাকিস্তান সফরে টেস্ট খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড। লড়াই হয় হাড্ডাহাড্ডি। তবে সীমিত ওভারের সিরিজের জন্য পাকিস্তান সফরে যাওয়া নিউজিল্যান্ডের স্কোয়াডকে অধা শক্তিরও বলা মুশকিল। কেননা প্রথমসারির প্রায় সব ক্রিকেটার এই মুহূর্তে আইপিএল খেলতে ব্যস্ত। চোটের জন্য মাঠের বাইরে রয়েছেন বেশ কয়েকজন।
সব দেখেশুনে প্রাক্তন পাক অল-রাউন্ডার আব্দুল রাজ্জার প্রশ্ন তোলেন, তবে কি পাকিস্তানের বিরুদ্ধে ২টি সীমিত ওভারের সিরিজকে গুরুত্ব দিচ্ছে না নিউজিল্যান্ড? রাজ্জাক অবাক হচ্ছেন এই ভেবেও যে, কীভাবে জাতীয় দলের খেলা ছেড়ে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা আইপিএলের ছাড়পত্র পেতে পারেন!
বাস্তবিকই পাকিস্তানের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ান ডে ও ৫ ম্যাচের টি-২০ সিরিজে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামা ছাড়া উপায় নেই নিউজিল্যান্ডের সামনে। কেননা আইপিএলের আঙিনায় চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন কেন উইলিয়ামসন। দলের তিন প্রধান পেসার লকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট আইপিএলে ব্যস্ত। গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ের মতো ব্যাটসম্যানও রয়েছেন আইপিএলের আঙিনায়। স্পিনার মিচেল স্যান্টনার রয়েছেন চেন্নাইয়ের অন্দরমহলে। চোটের জন্য কাইল জেমিসন ক্রিকেট থেকে দূরে সরে রয়েছেন।
এই অবস্থায় রাজ্জাক Geo News-কে বলেন, ‘প্রথমত, নিউজিল্যান্ডের উচিত ছিল পূর্ণশক্তির দল নিয়ে পাকিস্তানে আসা। ওদের কিছু ক্রিকেটার ব্যস্ত আইপিএলে, কিছু ক্রিকেটার আনফিট। এই সিরিজ নিয়ে নিউজিল্যান্ডের কোনও আগ্রহই নেই। টেস্ট সিরিজের সময় ওরা শক্তিশালী দল নিয়ে মাঠে নামে। ফলে আমরা উত্তেজক ম্যাচ দেখতে পাই।’
পাক তারকা আরও যোগ করেন, ‘এই মুহূর্তে ওদের দলে শক্তিশালী ক্রিকেটারই নেই। আমরা (পাকিস্তান) আফগানিস্তানের বিরুদ্ধে যেরকম দল নিয়ে খেলতে নেমেছিলাম, নিউজিল্যান্ডের এই দলটাকে দেখে সেরকম মনে হচ্ছে। ওদের চুক্তির শর্তাবলী আলাদা। তাই জাতীয় দলের সিরিজ ছেড়ে ওরা আইপিএল খেলতে পারছে। আমি বুঝতে পারছি না, ক্রিকেটাররা আইপিএল খেলার ছাড়পত্র পেল কীভাবে! জাতীয় দল সর্বদা প্রথম পছন্দ হওয়া উচিত। অনভিজ্ঞ দল নিয়ে ওদের খেলতে আসাটা অদ্ভুত।’
For all the latest Sports News Click Here