চাহালকে নাকি নাচ শেখাচ্ছেন জো রুট! চেন্নাই ম্যাচ জিতে এমনই তথ্য দিলেন RR তারকা
চলতি মরশুমে ভারতে আইপিএল ক্রেজ চরমে পৌঁছেছে। বিভিন্ন সময়ে ভক্তদের পাশাপাশি দলগুলোর খেলোয়াড়দেরও এই লিগ উপভোগ করতে দেখা যাচ্ছে। তাদের একজন রাজস্থান রয়্যালসের স্পিন বোলার যুজবেন্দ্র চাহাল। লিগ শুরু হতেই বিদেশি খেলোয়াড়দের সঙ্গে মজা করতে দেখা গিয়েছে তাঁকে। এখন তার আরেকটি ভিডিয়ো ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে যুজবেন্দ্র চাহাল এবং জো রুট তাদের দুর্দান্ত নাচ দিয়ে সকলকে চমকে দিয়েছেন।
যুজবেন্দ্র চাহালের সঙ্গে সব খেলোয়াড়ের ভালো সম্পর্ক রয়েছে। তাঁকে সকলের সঙ্গে মজা করতে দেখা যায়। মাঠে দুরন্ত পারফরমেন্স করার পাশাপাশি এখন রাজস্থান রয়্যালসের ড্রেসিংরুমে বিনোদন ছড়াচ্ছেন চাহাল। একটি ভিডিয়োতে জো রুটের সঙ্গে চাহালকে নাচতে দেখা গিয়েছে। ভিডিয়োর শুরুতে ফিরকি মাস্টারকে রুটকে স্টেপ শেখাতে দেখা যায়। এরপর অপূর্ব ছন্দে তাল মিলিয়ে দুজনে নাচতে থাকেন। আশ্চর্যের বিষয় হল জো রুট একজন ইংলিশ ব্যাটার হয়েও হিন্দি গানে দুরন্ত নাচলেন। ইনস্টাগ্রাম রিলে এই ভিডিয়োটি শেয়ার করেছেন চাহাল। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জো রুট আপকা আইপিএল মে স্বাগত হ্যায় ইউজি চাহাল স্টাইল।’ এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন… নতুন ODI জার্সি প্রকাশ করল ইংল্যান্ড ক্রিকেট দল, দেখে নিন কেমন হল উডদের নতুন কিট
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের পরে সন্দীপ শর্মার সঙ্গে কথোপকথনের সময় এই নাচ প্রসঙ্গে চাহাল বলেছিলেন, ‘আসলে ওটা আমার প্রিয় গান, আমি এটা দিনে অন্তত ৬-৭ বার শুনি। চালগুলো জো ভাইয়ের, কারণ যখন তিনি এসেছিলেন এবং আমরা প্রথমবার দেখা করেছিলাম, তখন তিনি আমাকে চাল শিখিয়েছিলেন এবং বলেছিলেন যে আমরা এটা করব। তারপর আমি এমন একটি গান পেয়েছি যা স্টেপের সঙ্গে মানানসই হবে।’ আইপিএল ২০২৩ মিনি-নিলামে তার ভিত্তি মূল্যের জন্য রুট প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অংশ হয়েছিলেন। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক এখনও উপস্থিত হননি তবে ধারাবাহিকভাবে বিকল্পদের মধ্যে তাঁর নাম রাখা হয়েছে।
আরও পড়ুন… শূন্য রানে করেও ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ সূর্যকুমার যাদব! করতালিতে মুখরিত MI ড্রেসিংরুম
আইপিএলে যোগ দেওয়ার আগেই ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যানের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। জাতীয় দায়িত্ব পালনের কারণে দেরিতে আইপিএলে যোগ দিয়েছেন জো রুট। চাহাল তাঁকে এ ভাবে অভ্যর্থনা জানিয়েছেন। এর পরে শিখর ধাওয়ান এবং স্যাম বিলিংসকেও তার রিলে মন্তব্যে উপভোগ করতে দেখা গেছে। শিখর ধাওয়ান লিখেছেন, ‘উজি ভাই চুম তো নাহি লিয়া তুনে উশে।’ লক্ষ লক্ষ লাইক এসেছে চাহালের রিলে। যুজবেন্দ্র চাহাল আইপিএল শুরু করেছেন দারুণভাবে। প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তবে দ্বিতীয় ম্যাচে মাত্র ১ উইকেট নিতে পেরেছেন তিনি। শেষ ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হারের মুখে পড়তে হয়েছিল রাজস্থানকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here