জিও স্টুডিওজ আনতে চলেছে ১০০ ছবি, তালিকায় শাহরুখের ডাঙ্কি থেকে শ্রদ্ধার স্ত্রী ২
জিও স্টুডিওজের তরফে ১০০টি ছবি এবং ওয়েব সিরিজের নাম ঘোষণা করা হল। এর মধ্যে আছে শাহরুখ খান অভিনীত ডাঙ্কি, অমিতাভের একটি ছবি সহ, ভেড়িয়া ২, স্ত্রী ২, ইত্যাদি। জিও স্টুডিওজ হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মিডিয়া এবং কনটেন্ট উইং। তাঁরা রাজ কুমার হিরানি, সুরজ বরজাতিয়া, আলি আব্বাস জাফর, আদিত্য ধর, প্রমুখের সঙ্গে হাত মিলিয়ে নতুন ছবি নিয়ে আসছে।
এই স্টুডিওর তরফে বিভিন্ন ধরনের, বিভিন্ন জ্যঁরের ১০০টি ছবি এবং ওয়েব সিরিজ আনতে চলছে হিন্দি, মারাঠি, বাংলা, গুজরাটি, ভোজপুরি, ইত্যাদি ভাষায়। এর মধ্যে নজর কেড়েছে শাহরুখ খান অভিনীত ছবি ডাঙ্কি, শাহিদ কাপুর, কৃতি শ্যাননের একটি ছবি, বরুণ ধাওয়ানের ভেড়িয়া ২, কার্তিক আরিয়ানের ভুল চুক মাফ, রাজকুমার হিরানির স্ত্রী ২, ইত্যাদি।
এছাড়া আর মাধবনের হিসাব বরাবর, ভিকি কৌশল এবং সারা আলি খানের জারা হাটকে জারা বাঁচকে, মৌনি রায় এবং বিক্রান্ত মাসের ব্ল্যাকআউট, পরেশ রাওয়াল এবং আদিল হোসেনের দ্য স্টোরিটেলার, প্রতীক গান্ধী এবং ইয়ামি গৌতমের ধুমধাম, ইত্যাদি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মিডিয়া এবং কনটেন্ট বিজনেসের প্রেসিডেন্ট জ্যোতি দেশপাণ্ডে এই বিষয়ে জানিয়েছেন যে তাঁরা ভীষণই উচ্ছ্বসিত বোধ করছেন একসঙ্গে এতগুলো ছবির নাম ঘোষণা করতে পেরে। তাঁর কথা অনুযায়ী, ‘আমরা এখন ভারতীয় বিনোদনের সব থেকে দারুণ এবং ইভেন্টফুল ফেজে আছি। পাঁচ বছর আগে স্থাপিত হলেও জিও স্টুডিওজ ভীষণ পরিশ্রম করে এটাকে গড়ে তুলেছে যাতে এই টুকরো ইন্ডাস্ট্রিটাকে এক ছাদের তলায় আনতে পারে।’
তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, ‘আমরা এই ব্যবসার একাধিক বড় নাম সহ নতুনদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছো এবং ১০০টি প্রজেক্টের প্রযোজনা করেছি। এবার সেটা সকলের সামনে তুলে ধরার পালা।’ এই স্টুডিওজ যে ভারতের জন্য, হয়ে নানা গল্প তুলে ধরবে সেটাও জানিয়েছেন।
এই স্টুডিওর তরফে একাধিক ওয়েব সিরিজের কথাও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আছে প্রকাশ ঝার একটি রাজনৈতিক থ্রিলার ছবি লাল বাত্তি। এই সিরিজের মাধ্যমে ডিজিটাল ডেবিউ সারবেন নানা পাটেকর। এখানে সঞ্জয় কাপুরকেও দেখা যাবে। এছাড়া আছে কে কে মেননের ইউনিয়ন : দ্য মেকিং অব ইন্ডিয়া, রণদীপ হুডার ইন্সপেক্টর অবিনাশ, দিব্যাঙ্কা ত্রিপাঠীর ম্যাজিক অব শিরি, ইত্যাদি। এছাড়া এই স্টুডিওর তরফে একাধিক মিনি অরিজিন্যাল কনটেন্ট বানানো হয়েছে যার মধ্যে আছে অভয় মহাজনের ইশক নেক্সট ডোর, মোহন আগাশি এবং সিদ্ধার্থ সাউয়ের দো গুব্বারে, ইত্যাদি।
এই স্টুডিওর তরফে বাঙালি বিনোদন জগতেও ঢোকার চেষ্টা করা হচ্ছে এসভিএফ এন্টারটেইনমেন্টের সঙ্গে হাত মিলিয়ে। এখানে মিঠুন চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ধ্রুব বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, সৃজিত মুখোপাধ্যায়, সুমন ঘোষ, প্রমুখের কাজ দেখা যাবে।
For all the latest entertainment News Click Here