বুড়ো হাড়েও ভেল্কি- কী ভাবে 2023 IPL-এর জন্য তৈরি হয়েছেন ধোনি,খোলসা করলেন ফ্লেমিং
বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে রাজস্থান রয়্যালস বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি ১৭ বলে অপরাজিত ৩২ রান করেন। তার পরেও তিন রানে ম্য়াচ হেরে যায় চেন্নাই সুপার কিংস। সিএসকে অধিনায়ক ধোনি এ দিন ক্যাপ্টেন হিসেবে ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন। ধোনি এ দিন বিধ্বংসী মেজাজে থাকলেও দলকে জেতাতে পারেননি। রবীন্দ্র জাদেজার সঙ্গে ৩০ বলে ৫৯ রানের পার্টানরশিপ গুরুত্বপূর্ণ ছিল। তবে ১৭৬ রান তাড়া করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে চেন্নাই ১৭২ রান করে।
ধোনি ৩২ রানের ইনিংসে রয়েছে ৩টি ছক্কা। তার মধ্যে শেষ ওভারে সন্দীপ শর্মাকে দু’টি ছক্কা হাঁকান। শেষ ওভারে জিততে ২১ রান দরকার ছিল। ২০ রান হলে অন্তত ড্র হত। কিন্তু ১৭ রান ওঠে শেষ ওভারে। ধোনিরা ম্যাচটা হেরে যান।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও ধোনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সিএসকে-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে খেলে চলেছেন। ২০০৮ সালে টুর্নামেন্টের শুরু থেকে, তিনি ২৩৮ ম্যাচে ৫০৩৬ রান করেছেন এবং তাঁর দলকে চারটি আইপিএল শিরোপা জিতিয়েছেন।
আরও পড়ুন: ১৫ বছর পর চিপকে প্রথম জয় RR-এর, CSK-এর ডেরায় একমাত্র MI-ই শেষ চার ম্যাচ জিতেছে
২০২৩ আইপিএল এমএস ধোনি সম্ভবত ধোনির শেষ মরশুম হতে পারে। ১০০ শতাংশ ফিট না হওয়া সত্ত্বেও, ৪১ বছরের তারকা কী ভাবে এই হাই-ভোল্টেজ টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করেছেন, সেই সম্পর্কে খোলসা করেছেন সিএসকে-এর প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং।
ফ্লেমিং ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘ও (ধোনি) হাঁটুর চোটে ভুগছে। যা ওর কিছু নড়াচড়ায় স্পষ্ট দেখা যাচ্ছে। ওর এতে কিছু সমস্যাই হচ্ছে। ওর ফিটনেস বরাবরই পেশাদার ছিল। টুর্নামেন্টের কয়েক মাস আগে থেকেই ও প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাঁচিতে নেট অনুশীলন করছিল। তবে চেন্নাইতে আসার এক মাস আগে থেকে ও আসল প্রি-সিজন করে।’
আরও পড়ুন: প্রতি ইনিংসে আমি শুরু থেকেই ব্যাট করার জন্য প্রস্তুত থাকি- রবিচন্দ্রন অশ্বিন
তিনি আরও যোগ করেছেন, ‘ও ম্যাচের ফর্মে ফিরতে কঠোোর পরিশ্রম করে। এবং সেটা দেখাও যাচ্ছে। ও বেশ ভালো খেলছে। তাই ও কী ভাবে নিজের ফর্ম ধরে রাখবে, সেটা ক্ষেত্রে ওর বিষয়ে আত্মবিশ্বাসী থাকি।ও সব সময়ে নিজের দতি ধরে রাখার চেষ্টা করে।’
রাজস্থান রয়্যালসের কাছে ম্যাচ হারের পর ফ্লেমিং দলের ফিল্ডিং নিয়ে খুবই বিরক্ত। তিনি বলেন, ‘অতিরিক্ত রান দেওয়া, ম্যাচের মধ্যে কিছু ক্যাচ মিস, এবং ছোট ছোট বিষয়গুলিই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ প্রতিযোগিতার লড়াই আরও কঠিন হচ্ছে। এবং এই ছোট ছোট বিষয়গুলিই ম্যাচের ফলাফল নির্ধারণ করবে। আমরা আমাদের ইনিংসের মাঝেই ম্যাচের গতি হারিয়ে ফেলি। ওদের স্পিনাররা ভালো বোলিং করেছে। শেষের দিকে কিছু ভালো হিট আমাদের জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিল।’ তবে এ কথাও ফ্লেমিংয়ের বলতে ভোলেননি, ‘একটি ভালো দলের বিরুদ্ধে ম্যাচ খেলেছি। যথেষ্ট ভালো লড়াই ছিল। তিন রানের হার এরই প্রতিফলন।’
For all the latest Sports News Click Here