IPL 2023- কামাল করলেন রিঙ্কু, তবুও কোনও তরুণ প্রতিভা মনে ধরেনি গাভাসকরের
এক সপ্তাহের বেশি হয়ে গিয়েছে এই বছরের আইপিএল শুরু হয়েছে। এখনও পর্যন্ত ১৬টি ম্যাচ খেলা হয়েছে ১৬তম আইপিএলে। এই মরশুমে এখনও পর্যন্ত বেশ কয়েকটি ম্যাচে খুব টানটান উত্তেজনা দেখা গিয়েছে। রিঙ্কু সিং, মায়াঙ্ক মারকান্ডে এবং আয়ুশ বাদোনির মতো ভারতীয় ক্রিকেটার যারা জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। কিন্তু আইপিএলে তাদের থেকে অসাধারণ কিছু পারফরম্যান্স দেখতে পাওয়া গিয়েছে। তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর মনে করেন, এখনও পর্যন্ত আইপিএলে যতগুলি ম্যাচ হয়েছে, তাতে সেই ভাবে ক্রিকেটার উঠে আসেনি।
সম্প্রতি স্পোর্টসস্টারের কলামে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর লিখেছেন, এই বছরের আইপিএলে তাঁর উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে। আগের বছরগুলির মতো এই বছরে উঠতি তরুণ ক্রিকেটারদের সেই ভাবে দেখা যাচ্ছে না। তরুণরা সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। গাভাসকর মনে করছেন সব বিভাগেই কোনও তরুণ প্লেয়ার সেইভাবে কিছু করতে পারেনি। তিনি মনে করেন না অদূর ভবিষ্যতে এই অবস্থার কোনও পরিবর্তন হবে বলে।
তিনি লিখেছেন, ‘যদি কোনও লুকানো রত্নকে খুঁজে পাওয়া যায় সেটা আলাদা বিষয়। কিন্তু এখনও পর্যন্ত জোরে বোলিং, ওপেনিং, ব্যাটিংয়ে কিংবা স্পিন বোলিং বিভাগে কোনও বিশেষ প্রতিভা দেখা যাচ্ছে না। বোলিং বিভাগে প্রতিভার অভাব রয়েছে বলে মনে হচ্ছে। যদিও এটা বলার অপেক্ষা রাখে না যে টি-টোয়েন্টি ফরম্যাট বোলারদের জন্য খুবই কঠিন। একজন ভালো ব্যাটারকে আউট করতে অনেক কিছু পরিকল্পনা এবং চিন্তাভাবনার প্রয়োজন হয়। স্পিনাররা যে গতিতে বল করে তা খুব কমই পরিবর্তন করা যায়। মাঝে মাঝে তারা এমন করে বসে যে তাদের মনে হয় তারা যেন মিডিয়াম পেসার। আর ব্যাটাররা ঠিক এটাই খোঁজে।’
মরশুমের ১৬তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স সোমবার শেষ বলে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে। ম্যাচে অর্ধশতরান করে সেরা হয়েছেন মুম্বই ইন্ডিয়ান অধিনায়ক রোহিত শর্মা। তবে রানের দেখা নেই আরও এক গুরুত্বপূর্ণ ব্যাটার সূর্যকুমার যাদবের। গত তিন ম্যাচে সেই ভাবে রান পাননি তিনি। শুধু আইপিএলে নয়, সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও রান করতে ব্যর্থ হন সূর্য।
তবে সেই যাই হোক না কেন, সবে মাত্র শুরু হয়েছে আইপিএল। এখনও অনেক ম্যাচ বাকি। ফলে অনেকেই আবার সুনীল গাভাসরকের এমন বক্তব্যের বিরোধীতাও করেছে। কারণ টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে যখন তখন কিছু ঘটে যেতে পারে। তাই অনেকেই সুনীল গাভাসকরের সঙ্গে একমত হতে পারছেন না।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here