মেয়ের ডেবিউ নিয়ে জোর চর্চা, রবিনার দাবি বহিরাগতদের চেয়ে স্টারকিডদের কাজটা কঠিন
বলিউডে স্বজনপোষণ বিতর্ক নতুন নয়। তবে ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পর থেকেই নেপোটিজম ইস্যু আরও বেশি করে মাথাচাড়া দিয়েছে। অভিনেত্রী রবিনা টন্ডনের মতে, স্টারকিড হওয়াটা কিন্তু বেশ চ্যালেঞ্জিংও। ফিল্মি পরিবারের অংশ হলে নিজেকে প্রমাণ করবার তাগিদের পাশাপাশি অনেক ঝড়ঝাপটা সামলাতে হয় স্টারকিডকে, দাবি অভিনেত্রীর।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ছোট থেকে ফিল্মি পরিবেশে যাঁরা বড় হয়, যদি অভিনয় সেই স্টারকিডের রক্ত থাকে, যদি তাঁর মধ্যে প্রতিভা থাকে, যদি সত্যি সে শিল্পী হয় তাহলে নিশ্চয় তাঁর বাবা-মা বলবে না তুমি নিজের স্বপ্নের পিছু ধাওয়া করো না।
রবিনার কথায়, যে কোনও বাচ্চার উচিত নিজের স্বপ্নপূরণের জন্য জানপ্রাণ লড়িয়ে দেওয়া। তাঁরা মন থেকে যা চায়, সেটাই করা। নব্বইয়ের দশকে সাড়া ফেলে দেওয়া এই অভিনেত্রী দাবি, ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক সময় স্টারকিডদের প্রতি একটু বেশিই ‘নৃশংস’। তারকা-সন্তানদের উপর শুরু থেকেই অনেক বেশি চাপ থাকে। যদিও দর্শক তাঁকে পর্দায় দেখতে না চায়, তাহলে না দেখুক। কিন্তু তাঁদের ব্যক্তিগত আক্রমণ করা অহেতুক।
বলিউড বাবল-কে দেওয়া সাক্ষাৎকারে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ তারকা বলেন, অনেক ফিল্মি পরিবারের সন্তানদের দর্শকরা মেনে নেয়নি। স্টারকিডদের অনেক চাপে থাকতে হয়, কারণ নিজেকে প্রমাণ করবার তাগিদের পাশাপাশি পরিবারের ঐতিহ্যের ভারও বহন করতে হয় তাঁদেরকে। তাই ‘আউটসাইডার’দের তুলনায় স্টারকিডদের জন্য বলিউড আরও বেশি কঠিন জায়গা।
রবিনার কন্যা রাশা থানাডির বলিউড ডেবিউ নিয়ে বেশ কয়েকদিন ধরেই চর্চা চলছে। ১৮ বছরের রাশা ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়া সেনসেশন। বেশকয়েদিন ধরেই গুঞ্জন অভিষেক কাপুরের ছবিতে দেখা মিলতে পারে রাশার, সঙ্গী হবেন অজয় দেবগণের ভাইপো অমন দেবগণ। ২০০৪ সালে ব্যবসায়ী অনিল থাডানিকে বিয়ে করেন রবিনা। তাঁদের দুই সন্তান রাশা ও রণবীরবর্ধন। এছাড়াও রবিনার আরও দুই দত্তক কন্যা রয়েছে, পূজা ও ছায়া। ১৯৯৫ সালে তাঁদের দত্তক নিয়েছিলেন অভিনেত্রী। সদ্যই পদ্ম-সম্মান গ্রহণ করেছেন রবিনা টন্ডন।
আগামিতে তাঁর দেখা মিলবে আরবাজ খানের ‘পাটনা শুক্লা’কে। এছাড়াও সঞ্জয় দত্তের সঙ্গে ‘গুরচডি’ রয়েছে রবিনার ঝুলিতে।
For all the latest entertainment News Click Here