১৪ই মে মেদিনীপুরে অরিজিতের লাইভ শো? কনসার্টের টিকিট কাটার আগে সাবধান!
কলকাতা, শিলিগুড়ির পর এবার মেদিনীপুরের মাটিতে লাইভ কনসার্ট করতে চলেছেন ‘ঘরের ছেলে’ অরিজিৎ সিং? ১৪ই মে অরিজিৎ মেদিনীপুর কলেজ গ্রাউন্ডে পারফর্ম করবেন অরিজিৎ, এহেন পোস্টারে ছয়লাপ নেটপাড়া। কিন্তু এই পোস্টারের সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন। অরিজিতের লাইভ শো দেখবার হাতছানি এড়ানো সহজ নয়। প্রিয় গায়কের শো দেখতে হাজার হাজার টাকার টিকিট কাটতে কুন্ঠবোধ করেন না ভক্তরা। কিন্তু অরিজিতের মেদিনীপুর কনসার্টের টিকিট টাকার আগে হয়ে যান সাবধান।
মেদিনীপুর কলেজ গ্রাউন্ডে অরিজিৎ আগামী ১৪ মে পারফর্ম করবেন, সেই পোস্ট ঘুরছে জেলার একাধিক সোশ্যাল মিডিয়া গ্রুপে। কবে, কোথায়, কীভাবে টিকিট টাকা হবে সেই নিয়ে আগ্রহী ভক্তরা। কিন্তু অরিজিৎ-এর মতো বড় মাপের তারকার শো-এর আয়োজনের জন্য বহু আগে থেকেই প্রয়োজন পড়ে পুলিশের অনুমতির। কিন্তু পশ্চিম মেদিনীপুরের পুলিশের কাছে এমন কোনও আবেদন জমা পড়েনি ১৪ই মে-র শো’র জন্য। গোটা বিষয় নিয়ে পুলিশের এক উচ্চ পদস্থ কর্তা এক সংবাদমাধ্যমকে জানান, ‘এখনও পর্যন্ত কোনও আবেদন জমা পড়েনি। আয়োজকরা কোনও চিঠি দিয়েছেন কিনা খতিয়ে দেখতে হবে’।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এই বিষয় নিয়ে জানান, ‘আমার কাছে এই শোয়ের অনুমতি সংক্রান্ত কোনও নথিপত্র নেই’। অর্থাৎ পুলিশের পদস্থ কর্তারা স্পষ্ট জানাচ্ছেন তাঁদের কাছে অরিজিৎ সিং-এর কনসার্টের কোনও খবর নেই। ভাইরাল পোস্টে ওই পোস্টকে ‘পেটিএম ইনসাইডার’ কনসার্ট হিসাবেই উল্লেখ করা হয়েছে। অথচ সেই ওয়েব সাইটে ঢুঁ মেরে দেখা গেল ওইদিন অরিজিতের কোনও কনসার্টের উল্লেখ নেই। সেখানে গায়কের আসন্ন কনসার্ট বলতে আগামী ৭ই মে ঔরাঙ্গাবাদ, মেদিনীপুরের শো-এর কোনও উল্লেখ নেই সেখানে। পাশাপাশি অরিজিৎ সিং-এর তরফেও আনুষ্ঠানিকভাবে এইরকম কোনও শো-এর কথা জানানো হয়নি তাঁর অফিসিয়্যাল সোশ্যাল হ্যান্ডেলে।
একমাস পর অরিজিত মেদিনীপুরে পারফর্ম করলে এতদিনে শহর জুড়ে অনুষ্ঠানের পোস্টার পড়ত, তেমনটা যখন ঘটেনি তখন এই কনসার্টের পোস্টার যে ভুয়ো তা বুঝতে অসুবিধা হওয়ার নয়, জানান কলকাতার এক বিশিষ্ট ইভেন্ট অর্গানাইজার। অরিজিতের মতো শিল্পীদের কনসার্ট টিকিট সবসময় নামীদামী ওয়েবসাইটের মাধ্যমেই বিক্রি হয়, তাই কোনওরকম প্ররোচণায় পা না দেওয়ার আর্তি রাখলেন তিনি।
For all the latest entertainment News Click Here