DC vs MI, IPL 2023 Live: ৩ ম্যাচে হার দিল্লির, মুম্বইও জয় পায়নি, জিততে মরিয়া ২ দলই
দুই দল আইপিএলে পরস্পরের মুখোমুখি হয়েছে ৩২ বার। ১৭টিতে জিতেছে মুম্বই, দিল্লির জয় এসেছে ১৫টিতে। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে দিল্লি ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। কিন্তু ফিরতি সাক্ষাতে ৫ উইকেটে ম্যাচ জেতে মুম্বই।
দিল্লির হকিকত
দিল্লির অবস্থা খুবই খারাপ। তারা হারের হ্যাটট্রিক করে ফেলেছে। লখনউ সুপার জায়ান্টস, গুজরাত টাইটান্স এবং রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছে দলকে। দিল্লির প্রধান সমস্যা ব্যাটিং। অধিনায়ক ডেভিড ওয়ার্নার রান করলেও, তাঁর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা হচ্ছে। পৃথ্বী শ ছন্দে নেই। মিচেল মার্শ দেশে ফিরে গিয়েছেন। তার ফলে বড় রান করতে সমস্যায় পড়ছে দিল্লি। হারের হ্যাটট্রিক হয়ে গিয়েছে তাদের। মঙ্গলবার সামনে মুম্বই। জয়ে ফেরার এর থেকে সহজ সুযোগ পাবে না দিল্লি। কারণ, জোড়া হারে মুম্বই ক্রিকেটারদেরও মনোবল তলানিতে। তার সুবিধা নিতে হবে দিল্লিকে।
মুম্বইয়ের হাল
মুম্বই নিজেদের প্রথম ২টি ম্যাচেই হেরেছে। প্রথম ম্যাচে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দ্বিতীয় ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে তারা। দলের বোলিং ছন্দে নেই। জসপ্রীত বুমরা চোটের কারণে আইপিএলে নেই। জোফ্রা আর্চারকেও সব ম্যাচে খেলতে পারছেন না। ফলে প্রতিপক্ষের রান আটকাতে সমস্যায় পড়ছে মুম্বই। শুধু বোলাররা নন, তিলক বর্মা ছাড়া ব্যাটাররাও রানের মধ্যে নেই। রোহিত নিজে স্বীকার করে নিয়েছেন, ব্যাটাররা রান করতে না পারলে ম্যাচ জেতা কঠিন। দিল্লির বিরুদ্ধে ভুল শুধরে নামতে চাইছেন রোহিতরা।
For all the latest Sports News Click Here