দেশের মাটিতে সেমিতে ভারত বধ ICC ট্রফিতে তাঁর সেরা ইনিংস বলে মনে করেন স্মিথ
শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটারদের মধ্যে অন্যতম প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। তিন ফর্ম্যাটের ক্রিকেটেই অজি ব্যাটিংয়ের মূল স্তম্ভ তিনি। ঘরের মাটিতে হোক কিংবা বিদেশের মাটিতে অজি ব্যাটিংকে নিজের কাঁধে একাধিক ম্যাচে টেনেছেন স্টিভ স্মিথকে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল আইসিসি আয়োজিত ইভেন্টে তাঁর মতে কোনটা তার সবথেকে ভালো ইনিংস। যার উত্তরে স্টিভ স্মিথ বেছে নিয়েছেন ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা ভারতের বিরুদ্ধে ইনিংসটি।
২০১৫ সালের আইসিসি আয়োজিত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং অস্ট্রেলিয়া। সেই সেমিফাইনালেই মাত্র ৯৩ বলে ১০৫ রানের ইনিংস খেলেছিলেন স্মিথ। সিডনিতে সেদিন স্মিথের ইনিংসে ভর করেই অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৮ রান করে। ভারত সেই ম্যাচে ৯৫ রানের বিরাট ব্যবধানে হেরে গিয়েছিল। সেবারের ফাইনালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অজিরা। মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন অজিরা তাদের ষষ্ঠ বিশ্বকাপ জিতেছিল সেবার। সেমিফাইনালের সেই ইনিংসকেই আইসিসি ইভেন্টে তাঁর সেরা ইনিংস বেছে নিয়েছেন স্টিভ স্মিথ।
সেদিন অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটার অ্যারন ফিঞ্চের (৮১) সঙ্গে জুটি বেঁধে অজিদেরকে শক্ত ভিতের উপর দাঁড় করান স্মিথ। স্মিথ এবং ফিঞ্চ জুটি সেদিন ১৮২ রান তোলে। ৩৫ ওভারে সেদিন মাত্র ১ উইকেট হারিয়ে ২০০ রান করে ফেলেছিল অজিরা। এরপর কিছুটা হলেও উমেশ যাদব ভারতকে লড়াইতে ফেরান। ৭২ রান দিয়ে চার উইকেট নেন তিনি। শেষ পর্যন্ত ৩২৮ রানে অজিদেরকে আটকে দিতে সমর্থ হয় ভারত। বিশ্বকাপের ইতিহাসে স্মিথ পরপর চারটি অর্ধশতরান করেছিলেন সেদিনের ম্যাচ নিয়ে। ভারতীয় ব্যাটাররা সেদিন ব্যর্থ হয়েছিলেন ব্যাট হাতে যোগ্য জবাব দিতে। ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলিরা। ফলে ৯৫ রানে ম্যাচ হারতে হয়েছিল ভারতীয় দলকে।
For all the latest Sports News Click Here