RCB vs LSG, IPL 2023 Live: KKR-এর কাছে বিশ্রি হার ভুলতে চায় RCB,LSG আত্মবিশ্বাসী
আইপিএলে আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। গত বছরের আইপিএলে লিগ পর্বে লখনউকে ১৮ রানে হারায় আরসিবি। এরপর এলিমিনেটরেও আরসিবি ১৪ রানে হারায় লখনউকে।
ইডেনে কেকেআরের কাছে হারের ধাক্কা কাটিয়ে আজ ঘুরে দাঁড়ানোর লড়াই আরসিবির। লখনউ চাইবে, জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে। সানরাইজার্সকে হারানোর পর রাহুলরা খেলতে নামছেন বিরাটদের হোম গ্রাউন্ডে। যা রাহুলের ঘরের মাঠও।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাল
কেআরের বিরুদ্ধে ব্যাট হাতে বড় রান করতে ব্যর্থ হলেও, আরসিবি-র প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের রাস্তা গড়ে দিয়েছিল বিরাট কোহলি এবং ফ্যাফ ডু’প্লেসির পারফরম্যান্স। ঘরের মাঠে জিতে ২০২৩ আইপিএলে যাত্রা শুরু করেছিল আরসিবি। ফের চিন্নাস্বামীতে জয়ে ফিরতে মরিয়া থাকবে আরসিবি।
বিরাট-ফ্যাফ ছাড়াও গ্লেন ম্য়ক্সওয়েল, দীনেশ কার্তিকের ব্যাটিংয়ের দিকেও নজর থাকবে। কেকেআরের বিরুদ্ধে ম্যাচে দুটি করে উইকেট তুলে নিয়েছিলেন ডেভিড উইলি ও কর্ণ শর্মা। লখনউয়ের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে বেঙ্গালুরুর বোলাররা কেমন পারফরম্যান্স মেলে ধরেন, তার ওপরে অনেকাংশে নির্ভর করবে ম্যাচের ফল। এ দিকে অনুজ রাওয়াতের জায়গায় লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের জন্য মহিপাল লমরোরকে খেলাতে পারে আরসিবি ব্রিগেড।
লখনউ সুপার জায়ান্টসের হাঁড়ির খবর
এ বারের আইপিএল অভিযানে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হারলেও প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। আর তৃতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েই বেঙ্গালুরুতে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামছে লখনউ। আবেশ খানের এই ম্যাচে নামা নিয়ে খানিক শঙ্কা থাকলেও, প্রথম একাদশে ফিরবেন মার্ক উড। এ দিকে বিরাটদের বিরুদ্ধে লখনউ পাবে কুইন্টন ডি’কককেও। চিন্নাস্বামীর পিচে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে কেএল রাহুল ছাড়াও ব্যাট হাতে উজ্জ্বল হয়ে উঠেছিলেন ক্রুণাল পাণ্ডিয়া। অলরাউন্ডার ক্রুণাল ব্যাটিংয়ের পাশাপাশি ছাপ রেখেছিলেন বোলিংয়েও। গত ম্যাচে তিনি নিয়েছিলেন ৩ উইকেট। পাশাপাশি অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র-র ঝুলিতে গিয়েছে ২ টি উইকেট। স্বভাবতই আরসিবি-র ঘরের মাঠে জেতার জন্য ফুটছে লখনউ।
For all the latest Sports News Click Here