ভিডিয়ো: পরপর বলে আউট বেঙ্কটেশ, মনদীপ! উইলির সুইংয়ে বেআব্রু KKR টপ অর্ডার
ম্যাচের চতুর্থ ওভারেই ভেঙে গেল কলকাতা নাইট রাইডার্সের টপ অর্ডার। এর নেপথ্যে রয়েছেন রিস টপলির জায়গায় মাঠে আসা ডেভিড উইলি। এই ম্যাচে সুযোগ পেয়েছিলেন ইংল্যান্ডের বাঁ হাতি তারকা বোলার। ম্যাচে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন ডেভিড উইলি। প্রথমে বেঙ্কটেশ আইয়ার ও পরে মনদীপ সিংকে সাজঘরে ফিরিয়ে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতে এখন সেই ভিডিয়ো ভাইরাল হচ্ছে।
প্রথমে বেঙ্কটেশ আইয়ার তারপরে মনদীপ সিং, পরপর ২ বলে কলকাতা নাইট রাইডার্সের দু’জন ব্যাটসম্যানকে বোল্ড করেন ডেভিড উইলি। আরসিবি চোট পাওয়া রিস টপলির জায়গায় মাঠে নামেন ডেভিড উইলি। ইংল্যান্ডের এই তারকা বোলারের সামনে ভেঙে পড়ে নাইট রাইডার্সের ইনিংস। ৩.৩ ওভারে উইলির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মনদীপ সিং। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি। কেকেআর ২৬ রানে ২ উইকেট হারায়। তবে তার আগেই বেঙ্কটেশ আইয়ারকে আউট করেছিলেন উইলি।
আরও পড়ুন… শুধু ধাওয়ান নয়, মন্থর কোহলি-বাবররাও, বোমা ফাটালেন হর্ষ ভোগলে
৩.২ ওভারে ডেভিড উইলির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বেঙ্কটেশ আইয়ার। ৭ বলে ৩ রান করে মাঠ সাজঘরে ফেরেন তিনি। কেকেআর ২৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মনদীপ সিং। তবে মনদীপকে বেশিক্ষণ মাঠে থাকতে দেননি উইলি। চতুর্থ ওভারে কোনও রান না খরচ করেই ২টি উইকেট নেন ডেভিড। ৪ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ২৬ রান। উইলি ২ ওভারে ১টি মেডেন-সহ ৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
এরপরে ব্যাট করতে নামেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতিশ রানা। তবে বেশিক্ষণ ব্যাট করতে পারেননি তিনি। সপ্তম ওভারে বল করতে আসেন মাইকেল ব্রেসওয়েল। তিনি প্রথম বলেই আউট করেন নাইট অধিনায়ক নীতিশ রানাকে। আর প্রথম বলেই আউট হয়ে যান নীতিশ রানা।
আরও পড়ুন… নীতিশ নাকি ফ্যাফ! আসলে টস জিতল কে? টস বিতর্ক দিয়ে শুরু KKR vs RCB ম্যাচ
একদিকে যখন উইকেট হারাচ্ছিল কলকাতা অন্যদিকে গুরবাজ রহমানউল্লাহ ইনিংস ধরে রাখেন। পাওয়ার প্লে-র খেলা শেষ হওয়া পর্যন্ত ৪৭ রান তুলেছিল কলকাতা। অন্যদিকে উইলি এখনও পর্যন্ত ৩ ওভারে ৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। মাত্র তিন রানের ইকোনমি রেটে বল করেছেন তিনি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here