‘১৪ বছর পর দেখা’, ফের জিতের সঙ্গে কাজের সুযোগ, চেঙ্গিজকে নিয়ে কী বললেন আয়েশা
ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ হলেন আয়েশা ভট্টাচার্য। তাঁকে খনা, লাবণ্যের সংসার সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে। এখনও একাধিক ধারাবাহিকে কাজ করেন তিনি। ভীষণই অল্প বয়সে তাঁর কাছে কাজের সুযোগ আসে। তখন পঞ্চসায়র থেকে সোজা টলিউডে আসা তাঁর। তবে অভিনেত্রী তাঁর এই কেরিয়ার, সাফল্য সবটাই উৎসর্গ করেছেন অভিনেতা জিৎকে।
কিন্তু আচমকা জিৎকে কেন নিজের সাফল্য উৎসর্গ করলেন তিনি ভাবছেন? আসলে জিতের ওয়ান্টেড ছবিতে আজ থেকে ১৪ বছর আগে শিশুশিল্পী হিসেবে কাজ করেন তিনি। সেখানে জিতের থেকে আশীর্বাদ, স্নেহ পেয়েছিলেন বলেই জানান অভিনেত্রী। অবশেষে আবার চেঙ্গিজ ছবিতে আয়েশার সামনে সুযোগ আসে বাংলার ‘বসের’ সঙ্গে কাজ করার। কিন্তু এই ১৪ বছরে কতটা বদলেছেন জিৎ? অভিনেত্রীর মতে তিনি পুরনো জিৎকে ফিরে পেয়েছেন। এতটুকু বদল দেখেননি তাঁর মধ্যে।
অভিনেত্রী জানান, ‘১৪ বছর পর জিৎদার সঙ্গে দেখা হওয়ার পর ওঁকে একটা কথাই বললাম আমরা বড় হয়েছি ঠিকই কিন্তু তুমি পাল্টাওনি। আমায় এর আগে জিৎদা আশীর্বাদ করে বলেছিল তুমি অনেক দূর এগোবে। দাদার আশীর্বাদের পরেই আমার কাছে ধারাবাহিকে কাজ করার সুযোগ আসে। তাই আমি মনে করি আমার এই উন্নতি ওঁর আশীর্বাদের জন্যই।’
কিছুদিন আগেই টিচার্স ট্রেনিং শেষ করেন আয়েশা। এখন তিনি অভিনয়ে মন দিতে চান। জিতের চেঙ্গিজ ছবির পর তাঁর সঙ্গে মানুষ ছবিতেও কাজ করবেন অভিনেত্রী।
প্রসঙ্গত, জিতের চেঙ্গিজ প্রথম বাংলা ছবি যা বাংলা ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পেতে চলেছে গোটা ভারত জুড়ে। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। এখানে জিতের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায়কে দেখা যাবে। আগামী ২১ তারিখ অর্থাৎ ইদের দিন মুক্তি পাবে এই ছবি।
For all the latest entertainment News Click Here