দীর্ঘদিন বাদে ২২ গজে নটরাজন, বাঁহাতির কামব্যাকে উচ্ছ্বসিত ব্রায়ান লারা
শুভব্রত মুখার্জি: আইপিএলের হাত ধরেই ২২ গজে উঠে এসেছিলেন ভারতীয় পেসার টি নটরাজন। এরপর জাতীয় দলেও জায়গা করে নিয়েছিলেন এই বাঁহাতি পেসার। পরবর্তী সময়ে চোট পান তিনি। ফলে দীর্ঘদিন ২২ গজ থেকে দূরে থাকতে হয় তাঁকে। চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হয়ে তিনি ফিরেছেন আইপিএলের মঞ্চে। সানরাইজার্স হায়দরাবাদ ফ্রাঞ্চাইজির হয়ে চলতি মরশুমে খেলছেন তিনি। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বল হাতে তাঁর শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারে দেন ১৭ রান। এরপরেই তিনি ভালো কামব্যাক করেন। তাঁর পরবর্তী দুই ওভারে দেন মাত্র ৬ রান। পাশাপাশি সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগের উইকেটটিও তুলে নেন তিনি। নটরাজনের এই পারফরম্যান্স দেখে রীতিমতো উচ্ছ্বসিত প্রাক্তন তারকা ক্যারিবিয়ান ব্যাটার ব্রায়ান লারা।
সানরাইজার্স হায়দরাবাদ দলের হেড কোচ ব্রায়ান লারা এদিন ভূয়সি প্রশংসা করেন তাঁর বাঁহাতি পেসারের। দীর্ঘদিন পরে চোট সারিয়ে ফিরে আসাটা যথেষ্ট কঠিন ছিল সেকথা জানেন লারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে লারা জানিয়েছেন, ‘আমি নটরাজনের কামব্যাকে খুব খুব উচ্ছ্বসিত। প্রথম ওভারে ওঁকে যথেষ্ট মেরেছে ব্যাটাররা। কিন্তু পরবর্তীতে ওঁর তিন ওভারেও দারুণ কামব্যাক করে। একটা সময়ে আমরা ভেবেছিলাম আমরা ২২০ রান কিংবা তারও বেশি রান তাড়া করব। তবে ইনিংসের শেষদিকে আমাদের বোলাররা ভালো বোলিং করেছে। ইনিংস শেষে আমরা ওদেরকে ৫ উইকেটে ২০৩ রানে আটকে সমর্থ হই।’
রবিবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭২ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে রাজস্থান রয়্যালস দল। লারা জানিয়েছেন ‘ম্যাচকে যদি আমরা দুটি ভাগে ভাগ করি তাহলে বলব বল হাতে প্রথম পাওয়ারপ্লেতে আমাদের হারতে হয়েছে। এরপর ব্যাট হাতেও পাওয়ারপ্লেতে আমাদের হারতে হয়েছে। দুটো পাওয়ারপ্লেতেই আমাদেরকে হারতে হয়েছে অনেক বড় ব্যবধানে। ওরা ব্যাট হাতে পাওয়ারপ্লেতে ৮৫ রান করে। আমরা নিজেদের পাওয়ারপ্লেতে প্রথম ওভারেই দুটি উইকেট হারিয়ে ফেলি।২০০ রান তাড়া করতে গিয়ে এইভাবে শুরুটা আমরা মেনে নিতে পারিনি।আমাদেরকে নিজেদের ত্রুটি খুঁজে বের করতে হবে। উন্নতি করতে হবে। এটা প্রথম ম্যাচ ছিল ফলে উন্নতির সুযোগ রয়েছে। সেটা আমরাও জানি।’
For all the latest Sports News Click Here