IPL-এ লজ্জার নজির রোহিতের! অভিশপ্ত তালিকার প্রথম তিনটি স্থানেই আছেন MI ক্যাপ্টেন
তাঁর দখলেই ছিল লজ্জার রেকর্ড। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সেই লজ্জা আরও বাড়ালেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। পরিসংখ্যান অনুযায়ী, আরসিবির বিরুদ্ধে রোহিত যে ইনিংস খেলেন, তা আইপিএল অধিনায়কদের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইক রেটের তালিকার শীর্ষে উঠে এল (এক থেকে সাতের মধ্যে ব্যাটিং এবং ন্যূনতম ১০ বল)। অভিশপ্ত তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানেও আছে রোহিতের দুটি ইনিংস।
রবিবার চিন্নস্বামীতে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে একবার জীবনদান পান রোহিত। কিন্তু তাতেও লাভ হয়নি। ১০ বলে এক রান করে আকাশদীপের বলে আউট হয়ে যান। যিনি সাধারণত ইনিংসের শুরুর দিকে ঢিমেতালে খেলেন এবং পরেরদিকে ইনিংসে গতি বাড়ান। যে কাজটা আগে মোটামুটি নিয়মিত করলেও এখন সেটা করতে পারছেন না। ফলে যেদিন দ্রুত আউট হয়ে যাচ্ছেন, সেদিন স্ট্রাইক রেট খারাপই থেকে যাচ্ছে রোহিতের। যিনি গত দেড় বছর ধরে টি-টোয়েন্টিতে ভয়ডরহীন ক্রিকেট খেলার বার্তা দিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: Virat ‘demolishes’ Archer IPL 2023: ‘বিপক্ষের সেরা অস্ত্রকে পালটা দেয়’, ঔদ্ধত্যের সঙ্গে আর্চারকে মার কোহলি, মুগ্ধ DK
আইপিএলে অধিনায়কদের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইক রেট (এক থেকে সাতের মধ্যে ব্যাটিং)
- রোহিত শর্মা: ১০ বলে এক রান, স্ট্রাইক রেট ১০, বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২০২৩ সাল।
- রোহিত শর্মা: ১৩ বলে দু’রান ,স্ট্রাইক রেট ১৫.৩৮, বনাম দিল্লি ক্যাপিটালস, ২০২২ সাল।
- রোহিত শর্মা: ১২ বলে তিন রান, স্ট্রাইক রেট ২৫, বনাম কলকাতা নাইট রাইডার্স, ২০২২ সাল।
আরও পড়ুন: IPL 2023: লিগ টেবিলের শীর্ষে RR, গতবারের চ্যাম্পিয়নরা চারে, হেরে KKR কত নম্বরে রয়েছে?
রোহিতের বক্তব্য
ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারের পর নিজেদের ব্যাটিং ব্যর্থতার দায় স্বীকার করে নেন রোহিত। তিনি জানান, চিন্নস্বামীর পিচ ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। কিন্তু প্রথম ছয় ওভারে তাঁরা ডুবিয়ে দিয়েছেন। যে ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেননি। তবে রোহিতের বক্তব্য, এত খারাপ দিনেও তাঁরা ১৭১ রান তুলে ফেলেছেন। তাহলে ভালো দিনে কী হবে, সেটা ভাবার পরামর্শ দিয়েছেন রোহিত।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here