‘গর্ভবতী মহিলা, অসুস্থ ব্যক্তিরা চাইলে…’ রোজা নিয়ে ভক্তের কৌতূহল মেটালেন গওহর
গওহর খান মা হতে চলেছেন। গত ডিসেম্বর মাসেই একটি অ্যানিমেটেড ভিডিয়ো পোস্ট করে সেই খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী। এই রমজান মাস তিনি তাঁর স্বামী জায়েদ দরবারের সঙ্গে কীভাবে কাটাচ্ছেন সেটার একাধিক পোস্ট শেয়ার করছেন। সম্প্রতি তাঁরা একটি মজার ভিডিয়ো শেয়ার করেছেন সেখানে তাঁদের বলতে শোনা যায় যে রোজার শেষ দু মিনিট ঠিক কেমন মনে হয়।
গওহর খান প্রথমবার মা হতে চলেছেন। এই অবস্থাতেই তিনি রোজা রাখছেন। আর এমনই এক দিনের একটি মজার ভিডিয়ো তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। এই ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন ‘যখন ছোট ছিলাম তখন রোজা রেখে ঠিক এমনটাই মনে হতো শেষ কয়েক মিনিট। আলিমুদুল্লাহ। আপনিও এটার সঙ্গে নিজেদের মিল পাচ্ছেন?’
এই পোস্টে রিঅ্যাক্ট করে এক ব্যক্তি লেখেন, ‘আপনারা ভীষণই মিষ্টি। কিন্তু একটা প্রশ্ন ছিল। একজন গর্ভবতী মহিলা কি এত দীর্ঘ সময়ের জন্য উপোস করে রোজা রাখতে পারেন? গর্ভবতী মহিলাদের জন্য কি আলাদা কোনও নিয়ম আছে এই রমজান মাসের জন্য? এটা কোনও ট্রোল বা নেতিবাচক মন্তব্য নয়, স্রেফ জানার জন্য জিজ্ঞেস করলাম।’
এই ব্যক্তির প্রশ্নের জবাব দেন অভিনেত্রী। লেখেন, ‘গর্ভবতী মহিলা, অসুস্থ ব্যক্তি এবং যাঁরা সফর করেন তাঁরা চাইলে রোজা নাও রাখতে পারেন। এর পরিবর্তে যাঁরা গরীব এবং রোজা রাখেন আপনি তাঁদের খাওয়াতে পারেন পরিবর্তে। সুবানাল্লাহ।’
গওহর খান আগেই তাঁর রমজান প্ল্যানের কথা তাঁর ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন। সেখানেও তিনি রমজান নিয়ে একটি প্রশ্নের উত্তর দেন। তিনি সেখানে লেখেন, ‘না, আমার মনে হয় না আমি এবার রোজা রাখতে পারব বলে। কিন্তু আমি আমার প্রার্থনা জারি রাখব। আমি গরীব বা যাঁদের প্রয়োজন আছে অথচ যাঁরা রোজা রেখেছেন তাঁদের খাওয়াব। প্লিজ আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।
গওহর খান গত ডিসেম্বরে তাঁর সন্তান আসার খবর ভাগ করে লেখেন, ‘এক হল দুই যখন জেড মিলল জির সঙ্গে। আর এখন এই সফর জারি রইল। আমরা শীঘ্রই ৩ হতে চলেছি। ইনশাআল্লাহ, আপনাদের আপনার আশীর্বাদ চাইছি এই সফরের জন্য।’
For all the latest entertainment News Click Here