ব্যাট-প্যাডে বিস্তর ফাঁক,ইনসুইং বলে শুভমন গিলের স্টাম্প ভেঙে দিলেন অর্শদীপ:ভিডিও
দুবাইয়ে কেকেআরের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচের প্রথম ওভারে ফ্যাবিয়ান অ্যালেন ১০ রান খরচ করেন। ফলে তৃতীয় ওভারে তাঁকে ফিরিয়ে না এনে পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল বল তুলে দেন তরুণ অর্শদীপ সিংয়ের হাতে। দলনায়কের আস্থার যথাযথ মর্যাদা রাখেন অর্শদীপ। বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারেই তিনি তুলে নেন নাইট ওপেনার শুভমন গিলের উইকেট।
ওভারের প্রথম বলে কোনও রান দেননি অর্শদীপ। দ্বিতীয় বল ওয়াইড করে বসেন। পুনরায় দ্বিতীয় বল করতে এসে অর্শদীপ বোল্ড করেন গিলকে। এমন নয় যে, গিল অকারণে ব্যাট চালাতে গিয়ে উইকেট দিয়েছেন অর্শদীপকে। বরং ব্যাট সোজা রেখে ডিফেন্সিভ শট খেলার চেষ্টা করেন গিল।
তবে শুভমনের ব্যাট-প্যাডের মাঝে বিস্তর ফাঁকটা চোখ এড়ায়নি অর্শদীপের। তিনি ইনসুইং ডেলিভারিতে পরাস্ত করেন ব্যাটসম্যানকে। বল গিলের ব্যাটের ভিতরের কানায় লেগে প্যাড ছুঁয়ে স্টাম্প নাড়িয়ে দেয়। গিলকে সাজঘরে ফিরতে হয় ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৭ রান করে।
সোশ্যাল মিডিয়ায় অর্শদীপের এমন দুরন্ত বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেন ইরফান পাঠান। অর্শদীপ পরে নীতিশ রানা ও দীনেশ কার্কিতকেও ফিরিয়ে দেন। তিনি ৪ ওভারে ৩২ রানের বিনময়ে ৩টি উইকেট দখল করেন।
For all the latest Sports News Click Here