৬৬ গড়েও ODI-এ সুযোগ পাচ্ছেন না সঞ্জু, WC দলে তাঁকে রাখা নিয়ে মুখ খুললেন অশ্বিন
২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা বেশ ভালো পারফরম্যান্স করেছিল রাজস্থান রয়্যালস। তবে গত বারের রানার্স ছিল। ফাইনালে গুজরাট টাইটান্সের কাছে সাত উইকেটে হেরে যায় রাজস্থান। সেই সঙ্গে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যায় সঞ্জু স্যামসনদের। তবে রাজস্থানের দুরন্ত পারফরম্যান্সের জেরে তাদের ভক্ত এবং প্রাক্তন ক্রিকেটাররা প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। এমন কী সঞ্জুকে নিয়েও তারা উচ্ছ্বাস দেখিয়েছিলেন। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান তাঁর নেতৃত্বের দক্ষতা এবং তাঁর প্রভাবশালী নক দিয়ে সকলকে মুগ্ধ করেছেন। গত বছর ১৭টি ম্যাচে ১৪৬.৭৯ এর দুর্দান্ত স্ট্রাইক রেটে ৪৫৮ রান করেন সঞ্জু।
আরও পড়ুন: অভিজ্ঞতা বলতে দিল্লির হয়ে এক ডজন ম্যাচে ক্যাপ্টেন্সি, সেটা পুঁজি করেই কামাল করতে চান নাইট নেতা নীতিশ
তবে আইপিএলে ভালো খেললেও, সঞ্জু স্যামসন এখনও পর্যন্ত জাতীয় দলের জার্সিতে সে ভাবে নজর কাড়তে পারেননি। কেরালার এই উইকেটকিরা-ব্যাটসম্যান ভারতের হয়ে ধারাবাহিকতা দেখাতে পারেননি।
তবু সূর্যকুমার যাদবের চেয়ে ওডিআই-এ সঞ্জুর গড় অনেক ভালো। পারফরম্যান্সও ভালো। রাজস্থান অধিনায়ক ভারতের হয়ে এখনও পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন এবং দলের হয়ে ১১টি ওয়ানডে খেলেছেন। সূর্যকুমার যাদব ওয়ানডেতে ২৪.০৫ গড়ে ৪৩৩ রান করেছেন। অন্যদিকে সঞ্জু স্যামসন ১১ ম্যাচে ৬৬ গড়ে ৩৩০ রান করেছেন। সীমিত সুযোগে ওডিআই ক্রিকেটে ভারতের হয়ে সঞ্জু স্যামসন ভালো করেছেন। তবু তাঁর দরজা খোলেনি। তবু সূর্য ওডিআই-এ সুযোগ পেয়ে চলেছেন।
আরও পড়ুন: KKR-এর প্রস্তুতি ম্যাচে আগ্রাসী মেজাজে বেঙ্কটেশ-অনুকূল, বল হাতে জোড়া উইকেট রানার
রাজস্থান রয়্যালসে তাঁর সতীর্থ এবং ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়োতে অশ্বিনও আন্তর্জাতিক মঞ্চে সঞ্জু স্যামসনের পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য রেখেছেন।
অশ্বিন আন্তর্জাতিক মঞ্চে সঞ্জু স্যামসনের সুযোগ পাওয়া উচিত কিনা, তা নিয়ে ভক্তদের কাছে জানতে চেয়েছিলেন। অশ্বিন বলেছেন, ‘আমরা অনেক মন্তব্য পেয়েছি। যাইহোক, ওয়াসিম জাফর উল্লেখ করেছেন যে, আমরা অনেক খেলোয়াড়কেই সমর্থন করছি এবং একই ভাবে আমাদের সঞ্জু স্যামসনকেও নিয়েও চেষ্টা করা উচিত। এমন কী ভক্তরাও তাঁর জাতীয় দলের জার্সিতে ফেরা দাবি জানিয়েছেন। সকলেই জানতে চাইছে, কেন আমরা সঞ্জু স্যামসনকে যথেষ্ট সমর্থন করছি না?’
তারকা অফ-স্পিনার যোগ করেছেন, ‘কাকে সমর্থন করা উচিত বা অন্য কিছু বলতে আমি এখানে আসিনি। আমি চাই ভারত বিশ্বকাপ জিতুক। এটি ঘটতে আমাদের সমস্ত ইতিবাচক ভাইব দেওয়া উচিত। এটা আমার মতামত।’ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পারফরম্যান্স বিশ্লেষক প্রসন্ন আগোরাম ভিডিয়োটিতে উপস্থিতি ছিলেন। এবং তিনি সঞ্জু স্যামসনকে ডিফেন্ডই করেছেন।
For all the latest Sports News Click Here