‘রুচিশ্মিতার সঙ্গে পরোটা নিয়ে ঝগড়া হয়েছিল’, বলছেন মৃত অভিনেত্রীর মা, কী ঘটেছিল?
যেন বড়ই অদ্ভূত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিনোদন দুনিয়া। একের পর এক খারাপ খবরে মন খারাপ শিল্পী মহলের। ভোজপুরী অভিনেত্রী আকাঙ্খা দুবের পর এবার রুচিশ্মিতা গুরু। আত্মীয় বাড়ি থেকে ওড়িয়া অভিনেত্রী ও গায়িকার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ওরিশার বালাঙ্গির জেলায় অভিনেত্রীর মামার বাড়িতে থেকে উদ্ধার হয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাচক্রে আকাঙ্খা ও রুচিশ্মিতার মৃত্যু হয়েছে একই দিনে, গত রবিবার।
জানা যাচ্ছে, রুচিস্মিতা গুরু ওরিশার সোনেপুর জেলার বাসিন্দা। তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বালাঙ্গি টাউনের তালপালি এলাকায় থাকতেন। রুচিস্মিতা বেশ কয়েকটি ওড়িয়া অ্যালবামের গান করে পরিচিতি পেয়েছেন। সম্প্রতি ছোট ছুটিতে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন রুচিশ্মিতা। সেখানে রবিবার এমন ঘটনা ঘটলে পরিবারের সদস্যরা স্থানীয় পুলিশকে খবর দেন। অভিনেত্রীর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পুলিশ আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন-আকাঙ্খার থেকে ৫ কোটি টাকা নিয়েছিলেন সমর সিং, ফেরত চেয়ে মেলে হুমকি ! দাবি কাকিমার
এদিকে রুচিশ্মিতা গুরুর মৃত্যু ঘিরেও আকাঙ্খা দুবের মতোই বেশকিছু রহস্য দানা বেঁধেছে। খতিয়ে দেখা হচ্ছে, এই ঘটনা নিছকই আত্মহত্যা নাকি এর পিছনে অন্যকোনও কারণ রয়েছে। এদিকে রুচিশ্মিতার মা দাবি করেছেন, রবিবার তাঁর সঙ্গে মেয়ের ঝগড়া হয়েছিল। শনিবার রাতে আলুর পরোটা বানানো নিয়ে তাঁদের মধ্য কথা কাটাকাটি হয়। অভিনেত্রীর মা বলেন, ‘আমি ওকে বলেছিলাম ৮টার মধ্যে পরোটা বানাতে, ও বলল ১০টার আগে সম্ভব নয়, এটা নিয়েই সামান্য কথা কাটাকাটি হয়।’ তবে শুধুই মায়ের কথায় রুচিশ্মিতা আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা মানতে নারাজ। তাঁদের দাবি অভিনেত্রী, গায়িকা রুচিশ্মিতা নাকি এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছেন।
স্থানীয়দের দাবি, এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন রুচিশ্মিতা গুরু। তা নিয়ে বাড়িতে প্রায়ই অশান্ত লেগে থাকত। যদিও এবিষয়ে রুচিশ্মিতার পরিবারের তরফে কিছুই জানানো হয়নি।
For all the latest entertainment News Click Here