‘শৌনক সেনের ডকুমেন্টারি অস্কার জয়ী ন্যাভলনির চেয়ে ভালো’, কেন বললেন হনসল মেহতা
বাঙালি পরিচালক শৌনক সেনের তথ্যচিত্র অল দ্যাট ব্রিদস এবারের অস্কারের জন্য মনোনীত হয়েছিল। সেরা তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পায় এটি। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে জয়ের হাসি হাসতে পারেননি তিনি। ৯৫ আকাদেমি পুরস্কার ন্যাভলনি পায় সেরা তথ্যচিত্রর জন্য, শৌনকের অল দ্যাট ব্রিদসে নয়। এরপর হনসল মেহতা দুটি ছবি দেখেন এবং টুইটারে তাঁর প্রতিক্রিয়া জানান। লেখেন অল দ্যাট ব্রিদস অনেক বেশি সিনেমাটিক ন্যাভলনির তুলনায়। তাঁর মতে, ‘ড্যানিয়েল রোহারের ন্যাভালনি একটি অতি সাধারণ একটি ছবি।’
অল দ্যাট ব্রিদসের অস্কার না পাওয়া নিয়ে টুইটারে সরব হলেন হনসল মেহতা। তিনি লেখেন, ‘আমি যা বুঝলাম তাতে ন্যাভলনি এমন একটি তথ্য চিত্র যেখানে একটি জরুরি রাজনৈতিক চিত্র বা গল্প তুলে ধরা হয়েছে। কিন্তু ছবি হিসেবে এটা ভীষণই সাধারণ। যান, এবার আমায় শূলে চড়ান। কিন্তু অল দ্যাট ব্রিদস ছবিটি এটার থেকে ঢের ভালো। এটায় অনেক বেশি গভীরতা আছে, রাজনৈতিক ভাবেও জরুরি আর অবশ্যই সিনেমাটিক।’
ন্যাভলনি তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে রাশিয়ার অন্যতম জনপ্রিয় অপজিশন লিডার অ্যালেক্সি ন্যাভালনির কথা এবং তাঁকে বিষ দিয়ে হত্যা করার বিষয়টিকে। অন্যদিকে অল দ্যাট ব্রিদস তথ্যচিত্রে উঠে এসেছে মহম্মদ সাউদ এবং নাদিম শেহজাদের গল্প। তাঁরা কীভাবে আঘাতপ্রাপ্ত পাখিদের সেবা করত তাদের যত্ন নিত সেটাই এখানে তুলে ধরা হয়েছে।
অল দ্যাট ব্রিদস তথ্যচিত্রটি ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জুরি প্রাইজ: তথ্য চিত্র পায় ২০২২ সালের সান্ডেন্স ফিল্ম ফেস্টিভ্যালে, সেরা তথ্যচিত্রের জন্য গোল্ডেন আই অ্যাওয়ার্ড পায় কেনস ফিল্ম ফেস্টিভ্যাল। অস্কার জিততে না পারার পর একাধিক ছবি শেয়ার করে পরিচালক শৌনক লেখেন, ‘কাল থেকে অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট পেয়েছি। কয়েক ঘণ্টার জন্য খারাপ লাগছিল। আসলে মস্তিষ্ক এখনও মেনে নিতে পারছে না এই অধ্যায়ের গল্প এখানেই শেষ হল’।
For all the latest entertainment News Click Here