‘সঠিক সময়ে চিকিৎসা পেয়েছি’, সুস্থতার খবর দিলেন বম্বে জয়শ্রী
সুপরিচিত ধ্রুপদী শিল্পী বম্বে জয়শ্রী কদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি ইংল্যান্ড সফরে গিয়েছিলেন শোয়ের জন্য। সেখানে গিয়ে আচমকাই তাঁর শরীরের অবস্থা খারাপ হয় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। তখন তাঁকে তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়। করা হয় সার্জারি। একজন জানা যাচ্ছে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এই খবর পোস্ট করে জানানো হয়েছে।
অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিজে বম্বে জয়শ্রী বা জয়শ্রী রামনাথ জানান তিনি সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছেন। ন্যাশনাল হেলথ সার্ভিসের তরফে তিনি সুচিকিৎসা পেয়েছেন বলে জানান গায়িকা। একই সঙ্গে সেই পোস্টে তিনি বলেন তাঁর অবস্থা এখন ঠিক আছে। যদিও কিছুদিন এখন তাঁর বিশ্রামের প্রয়োজন আছে।
গায়িকার টুইটার অ্যাকাউন্টে লেখা হয়, ‘বম্বে জয়শ্রীর শরীরের অবস্থা ইংল্যান্ডে গিয়ে আচমকাই খারাপ হয়ে যায়, কিন্তু যথাসময়ে চিকিৎসা শুরু হয় তাঁর। বর্তমানে তিনি স্টেবল কন্ডিশনে আছেন। তবে কিছুদিন তাঁকে বিশ্রাম নিতে হবে। বম্বে জয়শ্রীর পরিবারের তরফে এই সময় প্রাইভেসি বজায় রাখার অনুরোধ করা হচ্ছে।’
একই সঙ্গে এই পদ্মশ্রী প্রাপ্ত গায়িকার পরিবারের তরফে এও অনুরোধ করা হয় কেউ যেন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো কোনও মিথ্যে কথাকে ভরসা না করেন। যা খবর তাঁরাই দেবেন বলে জানান।
সেদিন গায়িকা অসুস্থ হওয়ার পর তাঁর পরিবারের তরফে জানানো হয়, ‘ইউনাইটেড কিংডমে গিয়ে আচমকাই বম্বে জয়শ্রীর শরীর খারাপ করে। সেখানে তিনি তাঁর শোয়ের জন্য গিয়েছিলেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।’ পরিবারের তরফে এনএইচএসকে এবং তাঁর সহ শিল্পীদের ধন্যবাদ জানানো হয় এই সময় তাঁর পাশে থাকার জন্য এবং সঠিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য।
পঞ্চাশোর্ধ গায়িকা জয়শ্রী রামনাথ তামিল, তেলুগু, কন্নড়, মালায়লাম, হিন্দি ভাষায় গান গেয়েছেন। চেলি ছবির মনোহরা, রেহনা হ্যায় তেরে দিল মে ছবির জারা জারা বেহেকতা হ্যায়, লাইফ অব পাই ছবির পাইস লুলাবাই, ইত্যাদি গানগুলো তাঁর গাওয়া।
For all the latest entertainment News Click Here