কোনও পরিচালক গাড়ি বাড়ি পারিশ্রমিক হিসেবে দেননি- নাম না করেই বনিকে খোঁচা পরমার
টলিউডের সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগ। দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয় টলিউডে। এই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। চলছে বিস্তর জলঘোলা। ইতিমধ্যেই ইডির ঘরে ডাক পড়েছিল অভিনেতা বনির। তাঁর সঙ্গে অভিযুক্ত কুন্তল ঘোষের একটা লেনদেন প্রকাশ্যে আসে। তিনি কুন্তলের থেকে ৪০ লাখ টাকা নিয়েছিলেন বলে জানা যায়। দুদিন জিজ্ঞাসাবাদের পর অবশ্য সেই টাকা ফেরত দিয়ে দেন বনি। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন কণ্ঠশিল্পী পরমা বন্দ্যোপাধ্যায়।
তিনি গোটা বিষয় নিয়ে বলেন, ‘কী দুর্ভাগ্য কোনও পরিচালক কোনও দিনও বাড়ি গাড়ি পারিশ্রমিক হিসেবে দেওয়ার কথা বলেননি।’ খুব স্বাভাবিকভাবেই তাঁর পোস্ট থেকে এটা বুঝতে অসুবিধা হয় না যে এই লেখার নিশানায় কারা আছেন।
কুন্তলের থেকে যে টাকা নিয়েছিলেন বনি সেটা দিয়ে তিনি একটি গাড়ি কেনেন। কুন্তল ঘোষ হলেন হুগলির তৃণমূল নেতা। বনি যদিও দাবি করেছিলেন যে এই টাকা তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন, কিন্তু সেটার কোনও চুক্তিপত্র তিনি দেখাতে পারেননি। পরে সেই টাকা ফেরত দেন। অন্যদিকে আরেক অভিযুক্ত অয়ন শীল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি কাবাডি কাবাডিতে বিনিয়োগ করেছেন বলেই প্রকাশ্যে এসেছে। অয়ন এবং তাঁর বান্ধবী শ্বেতা চক্রবর্তীর সঙ্গেও টলি পাড়ার যে যে বিস্তর যোগাযোগ ছিল সেটাও এখন সুস্পষ্ট।
আর এই গোটা ব্যাপার নিয়ে এবার রোজগেরে গিন্নি খ্যাত সঞ্চালিকা পরমা বন্দ্যোপাধ্যায় তাঁর ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানেই প্রশ্ন করেন নানা বিষয় নিয়ে।
সঞ্চালিকা তাঁর পোস্টে লেখেন, ‘দীর্ঘ ২০ বছর টেলিভিশন শো, অন্যান্য অনুষ্ঠান করে এত টাকা রোজগার করিনি যে ৪০ লাখের গাড়ি কিনে ফেলব, কী দু্র্ভাগ্য কোনও পরিচালক দাদারাও কখনও গাড়ি বাড়ি পারিশ্রমিক হিসেবে দেননি। আর আজ শর্ট ফিল্মে অভিনয় করে, স্টেজ শো করেই বলছে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি পেয়েছেন। এত শিল্প প্রতিভা নিয়ে এতদিন কোথায় লুকিয়ে ছিলেন।’ যদিও এই পোস্টে পরমা কারও নাম নেননি, তবে ইঙ্গিত বুঝতে অসুবিধাও হয়নি কারও।
For all the latest entertainment News Click Here