প্রসেনজিতের প্রতিহিংসা, অদিতির লালসা- বলিউডের গল্প নিয়ে এল জুবিলির ট্রেলার
বলিউডের স্বর্ণ যুগের প্রেক্ষাপটে তৈরি হওয়া এক কাহিনি ধরা পড়বে জুবিলি সিরিজে। অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেতে চলেছে এই সিরিজ। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দারি, ওয়ামিকা গাববি, সিদ্ধান্ত গুপ্ত, অপরশক্তি খুরানা, রাম কাপুর, প্রমুখকে। এই সিরিজের ট্রেলার শুক্রবার, ২৪ মার্চ মুক্তি পেল। এই ট্রেলার শেয়ার করে সিরিজের নির্মাতারা লেখেন ‘দ্য ওয়ার্ল্ড অব জুবিলি সব কিছুকে গ্রাস করে নেবে যা স্বপ্ন দেখে। ভারতীয় ছবির স্বর্ণ যুগের প্রেক্ষাপটে ধরা পড়বে এই সিরিজের গল্প। সিরিজটি মুক্তি পাবে ৭ এপ্রিল।
জুবিলি সিরিজের পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। অ্যামাজন প্রাইম ভিডিয়োতে এই সিরিজ ৭ এপ্রিল থেকে দেখা যাবে।
ট্রেলারে উঠে এল ভারতীয় ছবির স্বর্ণযুগ। এখানে এক স্টুডিওর কর্ণধারের জীবনের নানা দিক এবং তাঁর সঙ্গে জড়িত বিভিন্ন মানুষের জীবনের গল্প ধরা পড়বে। তাঁর স্ত্রী হলেন একজন অভিনেত্রী। এছাড়া এখানে দেখা যাবে তাঁর একজন বিশ্বস্ত চর, একজন উঠতি তারকা, একজন রিফিউজিকে। স্বপ্ন, প্যাশন, ভালোবাসা, আকাঙ্ক্ষার মিশেল উঠে এসেছে এখানে। অদিতি রাও হায়দারিকে সেই স্টুডিওর কর্ণধারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে, তাঁর চরিত্রের নাম সুমিত্রা কুমারী। আর স্টুডিওর মালিকের ভূমিকায় থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
নিজের চরিত্রের বিষয়ে অদিতি বলেছেন, ‘সুমিত্রা কুমারীর চরিত্রটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল। তিনি একজন তারকা ছিলেন, তাঁর ক্ষমতা ছিল। তাঁর কাছে সব ছিল কেবল একটা জিনিস ছাড়া যা তিনি চাইতেন।’
এখানে বিনোদ, তথা উঠতি সুপার স্টারের চরিত্রে যিনি অভিনয় করবেন তিনি হলেন অপরশক্তি খুরানা। তিনি তাঁর এই চরিত্রের বিষয়ে বলেন, ‘আমি যখন বিনোদের গল্প শুনি আমি বুঝে গিয়েছিলাম আমি চরিত্রটা করব। এটা অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র ছিল আমার কেরিয়ারের।’
যৌনতা, থেকে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, থেকে প্রতিহিংসা সব কিছু নিপুণ ভাবে এই সিরিজের ট্রেলারে তুলে ধরা হয়েছে। রয়েছে রহস্যের সুস্পষ্ট ইঙ্গিত।
For all the latest entertainment News Click Here