কেমন হবে আম্পায়ারের সিগন্যাল? জেনে নিন IPL-এ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের সাতকাহন
বিসিসিআই পরীক্ষামূলকভাবে ঘরোয়া ক্রিকেটে ব্যবহার করেছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম। সৈয়দ মুস্তাক আলিতে যাচাই করার পরে এবার ভারতীয় ক্রিকেট বোর্ড ইন্ডিয়ান প্রিমিয়র লিগে চালু করছে নতুন এই পরিবর্ত ক্রিকেটারের নিয়ম।
কোনও দল ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার করলে আম্পায়ার কীভাবে সিগন্যাল দেবেন, তাও স্থির হয়েছে। মুঠো বন্ধ করে করে মাথার উপরে দু’হাত ক্রস করে আম্পায়াররা সিগন্যাল দেবেন বিশেষ পরিবর্ত ফিল্ডারের। ঠিক যেভাবে আম্পায়াররা বুকের কাছে হাত ক্রস করে নিজেদের সিদ্ধান্ত বদলের সিগন্যাল দেন, সেভাবেই হাত মাথার উপরে তুলে ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার করার সংকেত দেবেন আম্পায়াররা। আপাতত দেখে নেওয়া যাক কীভাবে ব্যবহার করা যাবে ইমপ্যাক্ট প্লেয়ার। নতুন নিয়মের খুঁটিনাটি বিষয়ে চোখ রাখুন।
ইমপ্যাক্ট প্লেয়ারের সাতকাহন:-
১. প্রতিটি দলকে প্রথম একাদশের সঙ্গে পাঁচজন পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করতে হবে। কোনও দল ম্যাচে এই পাঁচজনের মধ্য থেকে একজনকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারবে। অর্থাৎ, কোনও এক প্লেয়ারকে বসিয়ে দিয়ে তাঁর পরিবর্ত হিসেবে নতুন কাউকে মাঠে নামাতে পারবে, যে কিনা ব্যাট-বল করতে পারবে।
২. আউট হয়ে যাওয়া ব্যাটম্যানের পরিবর্ত হিসেবে অথবা চার ওভারের বোলিং কোটা পূর্ণ করা বোলারের পরিবর্তেও ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার করা যাবে। পরিবর্ত প্লেয়ার মাঠে নেমে ব্যাট ও বল করতে পারবেন। অর্থাৎ, একজন আউট হয়ে যাওয়া ব্যাটসম্যানকে বসিয়ে দিয়ে তাঁর পরিবর্তে যাঁকে মাঠে নামানো হবে, তিনিও ম্যাচে ব্যাট করতে পারবেন। সেক্ষেত্রে প্রথম একাদশের অন্য একজন ব্যাট করতে পারবেন না। মোট ১১ জনের বেশি এক ইনিংসে কেউ ব্যাট করার সুযোগ পাবেন না। অবশ্য কনকাশন পরিবর্তের বিষয়টা আলাদা। সেক্ষেত্রে কেউ ব্যাট করার সময় মাথায় চোট পেয়ে মাঠ ছাড়লে, নতুন কেউ এসে তাঁর বদলে ব্যাট করতে পারেন। সেক্ষেত্রে ১১ জনের বেশি ক্রিকেটার এক ইনিংসে ব্যাট করতে পারেন।
আরও পড়ুন:- অক্ষরের রান-আউট হওয়া যেন লেখা ছিল সফটওয়্যারে বাঁধা কম্পিউটার প্রোগ্রামে, ধন্য ধন্য রব স্মিথ-ক্যারির ফিল্ডিংয়ে: ভিডিয়ো
৩. বোলারের ক্ষেত্রে অবশ্য বিষয়টা একটু আলাদা। এখানে বোলারের সংখ্যা বেঁধে দেওয়া হয়নি। একজন বোলার চার ওভার বল করে উঠে গেলে তাঁর বদলে মাঠে নেমে ইমপ্যাক্ট প্লেয়ার আরও চার ওভার বল করতে পারবেন।
৪. সাধারণত দুই ওভারের মাঝে ইমপ্যাক্ট প্লেয়ার মাঠে নামাতে হবে। তবে ব্যাটিং দল ওভারের মাঝে উইকেট হারালে তখনই ইমপ্যাক্ট প্লেয়ার মাঠে নামাতে পারবে। বোলিং দল ওভারের মাঝে কোনও প্লেয়ার চোট পেলে তখন তাঁর বদলে ইমপ্যাক্ট প্লেয়ার মাঠে নামাতে পারবে। ইমপ্যাক্ট প্লেয়ার চোট পেলে তাঁর বদলে সাধারণ নিয়মে পরিবর্ত ব্যবহার করা যাবে।
৫. ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার করতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। ম্যাচে উভয় ইনিংসের ১৫তম ওভার শুরু হওয়ার আগে ইমপ্যাক্ট প্লেয়ার মাঠে নামানো যাবে। ১৫তম ওভার শুরু হয়ে গেলে আর ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার করা যাবে না। যে প্লেয়ারকে বসিয়ে দেওয়া হবে, তিনি বাকি ম্যাচে আর মাঠে নামতে পারবেন না। এমনকি পরিবর্ত ফিল্ডার হিসেবেও নয়।
আরও পড়ুন:- IND vs AUS: হারের মাঝেও রয়েছে আলোর হদিশ, পরাজয়ের আগুনে পুড়ে ভারত খুঁজে পেয়েছে যে ৫টি রত্ন
৬. প্রথম একাদশে চারজন বিদেশি খেলানো হলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কোনও বিদেশি ক্রিকেটারকে মাঠে নামানো যাবে না। তবে যদি চারজনের কম বিদেশি ক্রিকেটারকে প্রথম একাদশে রাখা হয়, তবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কোনও বিদেশি ক্রিকেটারকে মাঠে নামানো যাবে। অর্থাৎ, ম্যাচের কোনও পর্যায়েই কোনও দল চারজনের বেশি বিদেশি ক্রিকেটার মাঠে নামাতে পারবে না।
৭. কোনও ইমপ্যাক্ট প্লেয়ার মাঠে নেমেই অন্য কারও অপূর্ণ ওভার পূর্ণ করতে পারবেন না। তাঁকে সেই ওভার শেষ হওয়া পর্যন্ত বল করার জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ কোনও বোলার মার খাচ্ছেন দেখে ক্যাপ্টেনরা মাঝপথে ওভার থামিয়ে ইমপ্যাক্ট প্লেয়ারকে দিয়ে সেই ওভার শেষ করাতে পারবেন না।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here