ফুটবলকে বিদায় জানালেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুট ওজিল
ফুটবলকে বিদায় জানালেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুট ওজিল। জার্মানির পাশাপাশি তিনি রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের হয়েও খেলেছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থাকাকালীন রিয়ালের সেই সোনালী সময়ে ওজিল দাপিয়ে ফুটবল খেলেন। ২০১৩ সালে জার্মান এই তারকাকে দলে নেয় আর্সেনাল। ইংল্যান্ডের এই ক্লাবের সঙ্গে তিনি আট বছর সংসার করেন। শেষ সময়ে নানা ইস্যুতে ওজিলকে অবহেলা করে আর্সেনাল। বাধ্য হয়েই দল ছাড়েন তিনি। তারপর ফেনারবেচেতে যোগ দেন ওজিল। সেখান থেকে সর্বশেষ ইস্তাম্বুল বেসেকসেহিরে খেলেন। এবার ফুটবলকে বিদায় জানালেন তিনি।
২০১৪ সালে দুর্দান্ত ফর্মে থাকা ওজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপের দলে জায়গা করে নেন। সেবার জার্মানির বিশ্বকাপজয়ে বড় অবদান রাখেন এই মিডফিল্ডার। বলা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তবে গত কয়েক মাস ধরে চোট আঘাতে ভুগতে হচ্ছে তাঁকে। ঠিক সেই জন্যই এবার ফুটবলকে বিদায় জানালেন ওজিল।
সোশ্যাল মিডিয়ায় এই জার্মান ফুটবলার অবসরের কথা জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি সবকিছু ভাবনা চিন্তা করে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা করছি। প্রায় ১৭ বছর ধরে পেশাদারী ফুটবল জীবনে আমি অনেক সম্মান পেয়েছি। এমন দারুণ সুযোগের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু বেশ কয়েক মাস ধরে আমি চোট আঘাতে ভুগছি। যে কারণে আমি নিজের সিদ্ধান্তে আসতে পেরেছি। এই চোট আঘাত নিয়ে খেলা একেবারেই উচিত হবে না। এই চোট আঘাকত সেরে গেলেও কতটা ফিট হতে পারব, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফলে আমি সব ভাবনা চিন্তা করেই ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছি।’
জার্মান ক্লাব শালক ০৪-এর হয়ে পেশাদার ফুটবল জীবন শুরু হয় ওজিলের। এরপর সেখান থেকে যোগ দেন জার্মানির আরও এক ক্লাব ওয়ের্ডার ব্রেমেনে। দুর্দান্ত খেলে ক্লাবটিকে তিনি জেতান ডিএফবি ফোকাল কাপ এবং ২০০৯ উয়েফা কাপের ফাইনালে তোলেন তিনি। ঠিক তখন থেকেই লাইমলাইটে আসতে শুরু করেন ওজিল। এরপরই রিয়াল মাদ্রিদে সই করেন ওজিল। স্প্যানিশ দলটির হয়ে দুর্দান্ত সময় কাটান তিনি। রিয়ালের হয়ে ২০১২ সালে জেতেন লিগ শিরোপা। জেতেন জোড়া কোপা ডেল রেও।
ওজিল অবসর নেওয়ায় জার্মান ফুটবলের একটা অধ্যায় শেষ হল। একই সঙ্গে ওজিল তাঁর খেলা সব ক্লাব দলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘এটি অবিস্মরণীয় মুহূর্ত এবং আবেগ ভরা একটি আশ্চর্যজনক যাত্রা। আমি আমার ক্লাবগুলিকে ধন্যবাদ জানাতে চাই – শালক ০৪, ওয়ের্ডার ব্রেমেন, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল এফসিকে। এছাড়াও কোচেরা যারা আমাকে সমর্থন করেছে এবং আমার পাশে থেকে বন্ধু হয়ে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘আমার পরিবার এবং কাছের বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই। যারা খারাপ সময় আমার পাশে থেকেছে। এবং মুহূর্ত ভাগ করে নিয়েছে। তারা আমার ফুটবল কেরিয়ারের প্রথম দিন থেকে পাশে থেকেছে। এবং সব শেষে ধন্যবাদ জানাতে চাই সমর্থকদের। যাদের জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি।’
For all the latest Sports News Click Here