চেঙ্গিজের সামনে ইতিহাস গড়ার হাতছানি, তার আগেই জিৎকে শুভেচ্ছা জানালেন দেব
জিৎ এবার ইদে বড় চমক নিয়ে আসছেন! এই প্রথম কোনও বাংলা ছবি হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে। ইদের উপহার হিসেবে হিন্দি এবং বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে বাংলার ভাইজান জিতের ‘চেঙ্গিজ’। এবার সেই উপলক্ষ্যে জিৎকে শুভেচ্ছা জানালেন দেব।
মঙ্গলবার, ২১ মার্চ জানা যায় যে চেঙ্গিজ প্যান ইন্ডিয়া বেসিসে আসছে, এটি হিন্দি এবং বাংলা, উভয় ভাষাতেই মুক্তি পাবে। এরপর সেদিনই দুপুরে সহকর্মীর এই সুখবর ভাগ করলেন দেব।
টুইটারে জিতের টুইট রিটুইট করলেন ‘বাঘাযতীন’। বাংলা ছবির জয়ে প্রকাশ করলেন উচ্ছ্বাস।
দেব এদিন এই পোস্ট শেয়ার করে লেখেন, ‘এটা একটি দারুণ খবর, আমার অসংখ্য শুভেচ্ছা রইল গোটা টিমের জন্য। জয় হোক বাংলা সিনেমার।’
দেবের এই পোস্টে অনেকেই তাঁদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, ‘এই ব্যাপারগুলো খুব ভালো লাগে।’ আরেক নেটিজেন লেখেন, ‘হ্যাঁ বাংলা সিনেমার জয় হবে। দাদা তুমি এবার একটু মাস সিনেমায় ফিরে আসো। জিৎ দার মতো সিনেমা বানাও। পুরনো দেবকে আবার দেখতে চাই।’ অন্য আরেক অনুরাগীর মতে, ‘এবার ইদে তোমার সিনেমা মিস করব। যদি ধূমকেতু রিলিজ করানো যেত খুব ভালো হতো।’
মঙ্গলবার জিৎ চেঙ্গিজের বিষয় পোস্ট করে লেখেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে চেঙ্গিজ প্রথম বাংলা ছবি হতে চলেছে যেটা একই সময় হিন্দি ভাষাতেও মুক্তি পাবে। এই ইদে আসছে চেঙ্গিজ।’ তিনি এই পোস্টে রাজেশ গঙ্গোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়, রোহিত বোস রায়, প্রমুখকে মেনশন করেন।
এই ছবির প্রযোজনা করেছেন জিৎ, গোপাল মাদনানি, অমিত জুমরানি। পরিচালকের আসনে আছেন রাজেশ গঙ্গোপাধ্যায়।
এই ছবির গল্প উঠে আসবে ১৯৭০ থেকে ১৯৯০ সালের মাঝামাঝি পর্যন্ত কলকাতায় যে আন্ডারওয়ার্ল্ডের দাপট দেখা যেত সেই গল্পই। নাম ভূমিকায় থাকবেন অভিনেতা নিজেই।
For all the latest entertainment News Click Here