জিৎ ইজ ব্যাক! ইদে অনন্য ডবল ধামাকা নিয়ে আসছে চেঙ্গিজ
এই প্রথম কোনও বাংলা ছবি হিন্দি এবং বাংলা ভাষায় একসঙ্গে মুক্তি পেতে চলেছে! ইদে আসছে বাংলার ভাইজান জিতের নতুন ছবি চেঙ্গিজ।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ মঙ্গলবার, ২১ মার্চ একটি পোস্ট করেন ফেসবুকে, সেখানে তিনি চেঙ্গিজ সম্পর্কে একটি বড় আপডেট দেন। জানান এই প্রথম কোনও বাংলা ছবি তথা জিতের ধুন্ধুমার অ্যাকশন ছবি একই সঙ্গে হিন্দি এবং বাংলা ভাষায় মুক্তি পেতে চলেছে। এটি ২১ এপ্রিল, ইদের দিন মুক্তি পাবে। তরণ আদর্শ লেখেন, ‘চেঙ্গিজ জিতের অ্যাকশন মুভি হিন্দি এবং বাংলা ভাষায় একই সঙ্গে মুক্তি পাবে। জিৎ অভিনীত চেঙ্গিজ প্রথম বাংলা ছবি হতে চলেছে যা বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই একই সঙ্গে ইদের দিন মুক্তি পাবে।’
চেঙ্গিজ ছবিটির প্রযোজনা করেছে জিৎ ফিল্মওয়ার্কস এবং নিবেদনা করেছে এএ ফিল্মস।
কোন গল্প দেখা যাবে এই ছবিতে? ১৯৭০ থেকে ১৯৯০ সালের মাঝামাঝি পর্যন্ত কলকাতায় যে আন্ডারওয়ার্ল্ডের দাপট দেখা যেত সেই গল্পই এখানে উঠে আসবে। ছবিটির পরিচালনা করেছেন রাজেশ গঙ্গোপাধ্যায়।
এখানে জিৎ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রোহিত বোস রায়, শাতাফ ফিগার, প্রমুখ। জিতের বিপরীতে মুখ্য মহিলা চরিত্রে থাকবেন সুস্মিতা চট্টোপাধ্যায়। জিৎ, গোপাল মাদনানি, অমিত জুমরানি এই ছবির প্রযোজনা করেছেন। নাম ভূমিকায় থাকবেন অভিনেতা নিজেই।
তবে সম্প্রতি অভিনেতাকে বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তিনি নিজের ছবির প্রচার না করে দক্ষিণী ছবি কব্জার প্রশংসায় মেতেছিলেন। তাতেই ক্ষুব্ধ হয়েছেন তাঁর ভক্তরা। তিনি কদিন আগেই কব্জাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন, ‘দেশের কিছু আশ্চর্যজনক প্রতিভা এবং সৃজনশীল ভাবনার অধিকারী কিছু মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এটা আগামিকাল মুক্তি পাচ্ছে। আশা রাখছি দারুণ হবে।’ তিনি এটা টুইট করার পরই শুরু হয় ট্রোল।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here