‘জুনে হয়তো মুক্তি পাবে না শাহরুখের জওয়ান, ডাঙ্কিকেও পরের বছর ঠেলে দেওয়া হবে’
শাহরুখ খান ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর সিনেমা পাঠান দিয়ে বক্সঅফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয়কারীদের ছবি হয়ে উঠেছে মাত্র কয়েক মাসে। এখন তিনি দক্ষিণ তারকা নয়নতারার বিপরীতে অ্যাটলির ‘জওয়ান’ নিয়ে ব্যস্ত। সম্প্রতি, এমন খবর পাওয়া গিয়েছে যে জুন মাসে মুক্তি পাওয়ার কথা ছিল জওয়ানের, তবে তা অক্টোবরে ঠেলে দেওয়া হয়েছে। এর অর্থ হল হল যে যদি তাই হয় তাহলে ডাঙ্কি, শাহরুখ অভিনীত আরেকটি সিনেমা তাপসী পান্নুর সঙ্গে ঠেলে দেওয়া হবে পরবর্তী বছরের জন্য।
শাহরুখ ঘনিষ্ঠ একটি সূত্র সম্প্রতি বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ‘কিং খান যদি জওয়ানকে অক্টোবরে সিনেমা হলে নিয়ে আসেন, তবে দুমাস পরে ডানকি মুক্তি পাওয়ার কোনও সম্ভাবনা নেই। বছরের সবচেয়ে বড় দুটি সিনেমা, একই তারকা অভিনীত, উভয়ের এত কাছাকাছি সময়ে সিনেমা হলে আসবে না। তাই, জওয়ানকে অক্টোবরে ঠেলে দিলে, ডানকি ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিক বা গ্রীষ্মে মুক্তি পাবে।’ আরও পড়ুন: প্রতিশোধ নিতে গিয়ে যশের এ কী হাল করলেন নুসরত! ভিডিয়ো দেখে চোখ কপালে নেটিজেনদের
আরেকটি সূত্র যোগ করেছে যেহেতু ‘টাইগার ৩’ নভেম্বরে মুক্তি পাচ্ছে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সূত্রটি নিজের কথায় যোগ করে, ‘জওয়ান অক্টোবরে মুক্তি পাবে তা কল্পনা করাও কঠিন, অর্থাৎ টাইগার ৩-এর মাত্র কয়েক সপ্তাহ আগে। সলমন খান অভিনীত সিনেমাটি দীপাবলিতে, অর্থাৎ ১০ বা ১৩ নভেম্বরের কাছাকাছি মুক্তি পাবে। আর সেই সিনেমাতে শাহরুখ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। যদিও এটি এক ধরণের বিশেষ উপস্থিতি, তবে জওয়ান এবং টাইগার ৩ এত কাছাকাছি মুক্তি কি আদৌ ন্যায্য হবে! সেক্ষেত্রে হয়তো জাওয়ান জায়গা নেবে ডাঙ্কির, ২০২৩ সালের বড়দিনে সিনেমা হলে আসবে।’ আরও পড়ুন: হঠাৎ বদলাল জি বাংলার টাইম স্লট! জানুন আপনার পছন্দের ধারাবাহিকের সম্প্রচার কখন
বলে রাখা ভালো, পাঠান হাজার কোটির উপরে ব্যবসা করেছে বক্স অফিসে। এখনও ওটিটি-তে আসেনি এই ছবি। ছবির স্যাটেলাইট রাইটও বিক্রি করেও ভালো আয় করবে নির্মাতারা। সব মিলিয়ে চার বছরের লম্বা বিরতির পর শাহরুখের এই কামব্যাক শাপে বরই হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here