সৌরভ দাদা নন, ‘বৌদি’! অভিনেতার বোন ফাঁস করলেন কোন সিক্রেট?
তারকা হোক বা সাধারণ মানুষ, ছোটবেলা মানেই একগুচ্ছ রঙিন স্মৃতি। আর সেসব স্মৃতি আজীবনের রসদ হয়ে থাকে। মাঝে মধ্যে মনের পাতা উল্টে স্মৃতি মনে করে নেওয়া যায়। আর এই সময়টার অনেকটাই জুড়ে থাকে ভাই বোন এবং বন্ধুরা। এবার তেমনই ছোটবেলার স্মৃতিচারণ করলেন অভিনেতা সৌরভ দাসের বোন অরুণিমা। তিনি দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে অভিনেতার একাধিক অজানা কথা ফাঁস করে দেন। জানান দাদার সঙ্গে তাঁর সম্পর্কটা কেমন।
দিদি নম্বর ওয়ানের মঞ্চে রচনা বন্দ্যোপাধ্যায় যখন অরুণিমাকে প্রশ্ন করেন যে দাদা হিসেবে সৌরভ কেমন তখন তিনি উত্তরে বলেন, ‘অদ্ভুত জীব। ও আমার দাদা আবার বৌদিও।’ কিন্তু দাদা কীভাবে বৌদি হতে পারেন! সেই উত্তরও অরুণিমা জানালেন।
সৌরভের বোন তাঁর সম্পর্কে অজানা রহস্য ফাঁস করতে শুরু করলেন অভিনেতা হাল ধরে বলেন, ‘আমাদের বাবা মা চাকরি করতেন বলে আমরা ক্রেসে থাকতাম। সেখানে একজন আমাদের দেখাশোনা করতেন। তাঁকে সবাই বৌদি বলে ডাকত। বোন তখন ভীষণই ছোট। ও তখন ওই ডাক শুনে প্রথম কথা বৌদি ডাক দিয়েই শুরু করেছিল। আর বাবা মা যেহেতু সারাদিন কেউ থাকত না। ও আমাকে বৌদি বলে ডাকত। ফলে অনেকেই ভাবত বুঝি আমার ডাকনাম বৌদি।’
অভিনেতা যে ছোটবেলায় ভীষণই দুষ্টু ছিলেন সেটা আগেও বহুবার বলেছিলেন। লেখাপড়ায় তিনি কখনই ভালো ছিলেন না বলেও জানান। তবে তাঁর বোন কিন্তু পিএইচডি সেরেছেন। তাই তিনি দিদির মঞ্চে এসে বলেন, ‘দাদা পড়ত না বলে ওর ভাগেরটাও আমাকেই পড়তে হতো।’
তবে এতটুকুই নয়, তাঁর বোন এদিন আরও এক তথ্য ফাঁস করে দেন। বলেন, তাঁর বাবা মা তাঁর দাদার উপর পড়াশোনা নিয়ে অনেক আশা করেছিলেন। কিন্তু সেটা যখন হল না তখন তাঁর উপর সব আশা গিয়ে পড়ে। যদিও বোন সে আশা রেখেছিল বলেই জানান অভিনেতা। তিনি নাকি মায়ের ব্যাগ থেকে টাকা সরিয়ে বোনকে স্কুল থেকে ফেরার পথে বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস খাওয়াতেন। সেই কথাও অভিনেতার বোন রচনা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেন। তখন সেটা শুনে সৌরভ একটাই প্রতিক্রিয়া দেন। বলেন, ‘দুধ দিয়ে কালসাপ পুষেছি সেটা বুঝিনি।’
For all the latest entertainment News Click Here