ATK Mohun Bagan FC vs Bengaluru FC Live: আবার কি ISL চ্যাম্পিয়ন হবে ATKMB?
২০২০-২১ মরশুমে মুম্বই সিটির বিরুদ্ধে হেরে আইএসএল জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল এটিকে মোহনবাগানের। ফের একবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি কলকাতার এই প্রধানের সামনে।
কখন, কীভাবে দেখবেন ফাইনাল ম্যাচ
এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি আইএসএল ২০২২-২৩ ফাইনাল ম্যাচ কখন শুরু হবে?
২০২২-২৩ আইএসএল ফাইনালে জায়গা করে নিয়েছে এটিকে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি। আর ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে।
কোথায় এবং কীভাবে আইএসএল ২০২২-২৩ ফাইনাল সরাসরি সম্প্রচার দেখতে পারবেন?
এবারের আইএসএল ফাইনাল সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক, হটস্টার ও জিও টিভিতে। সেখানে আপনারা লাইভ ম্যাচ দেখতে পারবেন।
কোথায় আইএসএল ২০২২-২৩ ফাইনাল লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন?
আপনার কাছে যদি স্মার্টফোন এবং ট্যাবলেট থেকে থাকে, তাহলে তার মাধ্যমে আপনি জিও টিভিতে সেই ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখতে পারেন। এছাড়াও আপনি যদি এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি আইএসএল ফাইনাল ম্যাচের লাইভ আপডেট এবং ম্যাচ সম্পর্কিত নানা আর্ষণীয় খবর পড়তে চান তাহলে bangla.hindustantimes.com এ চোখ রাখতে পারেন।
HT বাংলার লাইভে আপনাকে স্বাগত
আজ আইএসএলের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। ইতিমধ্যেই নিজেদের দলকে সমর্থন করতে গোয়ায় পৌঁছে গিয়েছেন বাগান সমর্থকরা। সেই সমর্থকরাও আশাবাদী চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে।
For all the latest Sports News Click Here