২১৫ রান করে বিরাটকে ধরে ফেললেন কেন! ওয়েলিংটনে রানের বোঝায় পিষ্ট শ্রীলঙ্কা
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চাপেই রইল শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫৮০ রান তোলে নিউজিল্যান্ড। কিউয়িদের এই রানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলস। এই দুই ব্যাটারই দ্বিশতরান করেন। আর তাতেই বেশ চাপে পড়ে যায় লঙ্কানরা। ওয়েলিংটনে এই দুই কিউয়ি ব্য়াটার বিপক্ষ দলের বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেন। সেইসঙ্গে বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন কেন। টেস্টে দু’জনেরই সেঞ্চুরির সংখ্যা ২৮।
এই ম্যাচের প্রথম থেকেই বিপক্ষ দলকে বেশ চাপেই রাখেন কিউই ব্যাটাররা। গত ম্যাচের জয়ের ধারা এই ম্যাচেও বজায় রাখতে প্রথম দিন থেকে মরিয়া থাকেন ডেভন কনওয়েল টম ল্যাথামরা। এই দুই ব্যাটার শুরুটা করে দিয়ে আসেন। কিন্তু দলকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব নেন উইলিয়ামসন এবং হেনরি। এই দুই ব্যাটারের চাপে কার্যত মাটিতে লুটিয়ে পড়ে লঙ্কান বোলিং লাইনআপ।
দুই ব্যাটারই শতরান করেন। শুধু তাই নয়, দ্বিশতরানের দিকে এগিয়ে যেতেও কোনও রকম বেগ পেতে হয়নি তাঁদেরকে। বিপক্ষের বোলারদের দুর্বলতাকে কাজে লাগিয়ে এগিয়ে যান তাঁরা। এই দুই ক্রিকেটারই দ্বিশতরান করেন। সেই সঙ্গে রেকর্ডও গড়ে ফেলেন তাঁরা। এই ম্যাচে নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৮ হাজার রান পূর্ণ করেন কেন উইলিয়ামসন।
শুধু তাই নয়, নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার যিনি টেস্টে সবচেয়ে বেশি দ্বিশতরান করলেন। এই নিয়ে মোট পাঁচবার টেস্টে দ্বিশতরান করলেন উইলিয়ামসন। টম লাথাম, ব্রেন্ডন ম্যাককালাম, রস টেলর, ম্যাথু সিনক্লেয়ার এবং ওয়ালি হ্যামন্ডের দুটি করে টেস্টে দ্বিশতরান রয়েছে। সেদিক থেকে দেখতে গেলে উইলিয়ামসন সবার উপরে জায়গা করে নিয়েছেন।
এই দুই ব্যাটার ৩৬৩ রানের পার্টনারশিপ গড়েন। এই রান আরও বাড়তে পারত। কিন্তু তা হয়নি। ২৯৬ বল খেলে ২১৫ রান করে জয়সূর্যের বলে ফিরে যান কেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ২৩টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারির সৌজন্যে। ২৪০ বলে ২০০ রানে অপরাজিত থাকেন হেনরি। তাঁর এই ইনিংসটি সাজানো ১৫টি বাউন্ডারি এবং চারটি ওভার বাউন্ডারির সৌজন্যে। শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ জুটি হিসাবে রেকর্ড গড়েন তারা।
১৯৯১ সালে নিউজিল্যাল্ডের জোনস এবং ক্রোউই জুটি ৪৬৭ রানের পার্টনারশিপ গড়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। দ্বিতীয় স্থানে রয়েছে কাসিম এবং মিঁয়াদাদ জুটি। যাঁরা শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৯৭ রানের পার্টনারশিপ গড়েছিলেন ১৯৮৫ সালে। তৃতীয় স্থানে রয়েছেন উইলিয়ামসন এবং ওয়েটলিং জুটি। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৬৫ রান করে করেছিলেন তাঁরা। এবার মাত্র দুই রানের জন্য আগেই সেটা ছাপিয়ে যেতে পারলেন না উইলিয়ামসন। এবার উইলিয়ামসন এবং নিকোলস জুটি ৩৬৩ রান করলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই দুই ব্যাটারের জোড়া দ্বিশতরানের ফলে ৪ উইকেট হারিয়ে ৫৮০ রানে ডিক্লেয়ার করে দেয় কিউয়িরা। অন্যদিকে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে বেশ চাপে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ২ উইকেট হারিয়ে ২৬। ৫৫৪ রানে পিছিয়ে রয়েছে লঙ্কানরা।
For all the latest Sports News Click Here